শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিরাজগঞ্জে হুমকির মুখে প্রধান শিক্ষক, নিরাপত্তার অভাব! কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম করা হবে ——–জামায়াতের আমীর ডাক্তার শফিকুল ইসলাম বিধ্বস্থ হবার আগে পাইলটের সাথে যে কথা হয়েছিল কন্ট্রোলরুমের, এখন পর্যন্ত নিহত ১৯ জন, আহত ১৬৪ জন ঈশ্বরদীতে আওয়ামী লীগ নেতা মিনহাজ ফকির গ্রেফতার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, রিক্সা চালক আহত ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার আসামী গ্রেফতার ঈশ্বরদী-লালপুর সীমান্ত সংলগ্ন শাহাবুদ্দিনের বটতলায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীনের বর্তমান শারিরীক অবস্থা সম্পর্কে যা জানাগেল ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা চান্না মন্ডল গ্রেফতার ঈশ্বরদীতে স্লোগান দিতে দিতে স্ট্রোক করে মারা গেল মহিলা দল নেত্রী

সিরাজগঞ্জে হুমকির মুখে প্রধান শিক্ষক, নিরাপত্তার অভাব!

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের হোতাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় নিজের জীবন নিয়ে ঝুঁকির মুখে পড়েছেন সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী। এদিকে প্রশ্নফাঁস চক্রের হোতাদের বিরুদ্ধে বুধবার (২৩ জুলাই) বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকাসহ অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হলে তারা সংঘবদ্ধভাবে প্রধান শিক্ষক আফসার আলীকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এতে সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের হোতাদের প্রাণনাশের হুমকিতে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রধান শিক্ষক আফসার আলী।

অভিযোগে জানাযায়, সিরাজগঞ্জ সালেহা-ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ দীর্ঘদিনের। এবিষয়ে একাধিকবার
তদন্ত হলেও আলোর মুখ দেখেনি। বিশেষ করে গত বছর সেপ্টেম্বর মাসে প্রশ্নফাঁসের বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক আফসার আলী সোচ্চার হলে
উল্টো তাকেই লাঞ্ছিত ও অপদস্থকরা হয়। সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের শিক্ষকরা এ বিদ্যালয়ে একটি শক্ত সিন্ডিকেট গড়ে তুলেছেন। তারা বছরের পর বছর ও যুগের পর যুগ একই কর্মস্থলে থেকে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করা ও প্রাইভেট না পড়লে মার্ক কম দেওয়াসহ নানা অপকর্ম করে আসছেন, কিন্তু অভিযুক্ত ওই শিক্ষকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। যে কারণেই প্রত্যেক পরীক্ষার আগেই প্রশ্নফাঁস হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসকসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েও কোনো লাভ হয়নি। গত জুন মাসে অভিভাবকরা আবারও অভিযোগ দিয়েছেন। এবারও বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে জানানো হয়েছে। এতে এবার কী পদক্ষেপ গ্রহন করেন জেলা প্রশাসক সে প্রতীক্ষায় রয়েছেন অভিযোগকারী অভিভাবকরা।

এদিকে নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করে প্রশ্নফাঁসের বিষয়ে প্রধান শিক্ষক আফসার আলী বলেন,আমি যতবার সোচ্চার হয়েছি,ততবারই তাদের রোষানলে পড়েছি। এখনও তাদের হুমকি-ধামকিতে নিজেই জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আর আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওইসব অভিযুক্ত শিক্ষকদের কাছে বন্দি হয়ে পড়েছে। ওই অভিযুক্ত শিক্ষকরা যেকোন সময়ে আমাকে প্রাণনাশসহ জীবনের বড় ক্ষয়ক্ষতি করতে পারে। শুধু তাই নয়, ইতোমধ্যেই আমার নিরাপত্তার স্বার্থে
বিদ্যালয় থেকে বদলী হওয়ার জন্য আবেদন করেছি। আমি শিক্ষার্থীদের ধ্বংসের হাত রক্ষা করার জন্য প্রশ্নফাঁস সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনসহ আমার জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!