সারাদেশে ধর্ষণকান্ডের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা।।
সারাদেশে নারীদের শ্লীলতাহানি ও মাগুড়ায় একটি শিশুর ধর্ষণকাণ্ডের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসি এবং তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে ঘন্টা ব্যাপি এই বিক্ষোভ করা হয়। এসময় মহাসড়কে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে তারা ধর্ষকের ফাঁসি ও জড়িতদের শাস্তির দাবি চেয়ে ২৪ঘন্টার আল্টিমেটাম দেয়।
এসময় বক্তব্য দেন, রিত্তিক আহমেদ অমি, অভি খন্দকার, মাহি, নোভা আক্তার, ইব্রাহিম প্রামানিক প্রমুখ। পরে তারা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভটি শেষ করলে যান চলাচল স্বাভাবিক হয়। এসময় বিক্ষোভে অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা।