সাংবাদিকতায় সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক তৌহিদ আক্তার পান্না, গুনিজন সংবর্ধনা দিলো স্বপ্ন কম্পিউটার
বিশেষ প্রতিনিধি ॥ বাংলা টিভির ঈশ্বরদী প্রতিনিধি ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ চারজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান এবং ৪২ শিক্ষার্থীকে সনদ পত্র দেওয়া হয়েছে। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তৌহিদ আক্তার পান্নাকে,সাহিত্যে, সাংবাদিক ও প্রভাষক নজরুল ইসলাম মুকুলকে,শিক্ষায় অধ্যক্ষ এনামুল হক পাঠান ও নন্দনত্ত্ব ছাদবাগান বিষয়ে বিশেষ অবদান রাখায় প্রধান শিক্ষক সি.এম.আশরাফ সিদ্দিক ফারুককে গুণীজন হিসেবে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বেকারত্ত্ব দূরীকরণ ও দেশের উন্নয়নের লক্ষ্যে বিশ বছর আগে চালু করা স্বপ্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সন্তোষজনক ফলাফল অর্জন করায় ৪২জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। সোমবার দুপুরে ঈশ্বরদীর মুলাডুলিস্থ ঐতিহ্যবাহী স্বপ্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সিঙ্গার শো-রুমের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। গুণীজন সংবর্ধনা,সম্মাননা ও সনদপত্র প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,মুলাডুলি কলেজের অধ্যক্ষ এনামুল হক পাঠান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি,জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না,কবি ও কথা সাহিত্যিক নজরুল ইসলাম মুকুল,বিশিস্ট ব্যবসায়ী আশরাফ আলী শিকদার,মুলাডুলি ইক্ষু খামার ব্যবস্থাপক আনারুল ইসলাম আমিন ও পিসিডির কো-অর্ডিনেটর আব্দুল রাজ্জাক। সি.এম.আশরাফ সিদ্দিক ফারুকের সভাপতিত্বে ও বাংলাদেশ কলেজ সমিতির যুগ্ম মহাসচিব সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ খোকনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে স্বপ্ন কম্পিউটার স্বত্ত্বাধিকারী ও প্রশিক্ষক মোস্তফা কামাল,কৃতি শিক্ষার্থী নাফিজ মোঃ নসিয়াম ও কৃতি শিক্ষার্থী সম্পা খাতুন বক্তব্য দেন। আলোচনা অনুষ্ঠান শেষে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় এবং সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। দীর্ঘদিন পর মুলাডুলিতে এধরনের অনুষ্ঠানের আয়োজন এলাকাবাসীকে সমৃদ্ধ করেছে।#