উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)।।
পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় নিহত বাবা সোলায়মান হোসেন (৪০) ও তার শিশুপুত্র জোনায়েদের (৭) লাশ দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৬ মার্চ) সকাল ১০টায় পাথরঘাটা চক্রপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের পাশাপাশি কবর দেয়া হয়। বাবা-ছেলেকে শেষ বিদায় জানাতে জানাজায় অংশ নেন গ্রামের শত শত মানুষ।
এর আগে গত শনিবার বিকাল ৫টার দিকে ভাঙ্গুড়া-নওগাঁ সড়কের পাটুল বাজারে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু জোনায়েদ। একই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে রাত ১০টায় টাঙ্গাইলে মারা যান বাবা সোলায়মান। সোলায়মান একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
এদিকে বাবা-ছেলের করুণ মৃত্যুতে ওই পরিবারটিতে চলছে শোকের মাতম। একসঙ্গে স্বামী-সন্তানকে হারিয়ে জুলেখা খাতুন শুধুই বিলাপ করছেন। কোনো কিছুতেই সান্ত্বনা খুঁজে পাচ্ছেন তিনি।
চাচা রমজান আলী জানান, শনিবার সকালে ছেলে জোনায়েদকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি চন্ডিপুরে যান সোলায়মান। সেখান থেকে তারা বিকালে বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথে বিকাল পৌনে ৫টায় ভাঙ্গুড়া থেকে আসা একটি পেয়াঁজবোঝাই ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই জোনায়েদ মারা যায়। আর গুরুতর আহত হন সোলায়মান। পরে স্থানীয়রা সোলায়মানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সে মারা যায়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।