শেরপুরে শিশু ধর্ষণ চেষ্টার আসামীর বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ
মোঃ সাইদুর রহমান আপন, বিশেষ প্রতিনিধি।।
শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গনই ভরুয়াপাড়া গ্রামে একটি শিশুকে ধর্ষণের চেষ্টাকে কেন্দ্র করে ২৯ আগস্ট শুক্রবার আনুমানিক বিকেল ৪টার দিকে ওই ধর্ষণ চেষ্টা মামলার আসামী মোঃ সৈয়দ আলী ওরফে চিকু মিয়া (৬০) এর বশতবাড়ীতে সন্ত্রাসী হামলা করা হয়েছে । ধর্ষণ চেষ্টা মামলার বাদী মেহেদী হাসানের নেতৃত্বে এই সন্ত্রাসী হামলায় আসামীর ৬টি বশতঘরে থাকা নগদ দুই লাখ টাকা, ৪/৫ ভরি স্বর্ণালংকার, আসবাব পত্র সহ প্রায় ১০/১২ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যাবার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার গনই ভরুয়াপাড়া গ্রামের প্রতিবেশী এক শিশু (৭) কে গত ২৬ আগস্ট মঙ্গলবার সকালে একই গ্রামের প্রতিবেশী সৈয়দ আলী ওরফে চিকু মিয়া ফুসলিয়ে তার বশতঘরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠে। পরে ওই শিশুকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার জের ধরে তিনদিন পর ২৯ আগস্ট শুক্রবার বিকেলে মামলার বাদী সেকো মিয়ার ছেলে মেহেদী হাসানের নেতৃত্বে ২০০/২৫০ লোক ধারালো অস্ত্রে—শস্ত্রে সজ্জিত হয়ে আসামী সৈয়দ আলী ওরফে চিকু মিয়ার বশত বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন চিকু মিয়ার ছেলে শফিকুল ইসলাম ওরফে দানু মিয়া। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ শফিকুল ইসলাম দানু মিয়া আদালতের আশ্রয় নিয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান। এছাড়াও তার পিতা চিকু মিয়া প্রকৃত অপরাধী হলে তার শাস্তি দাবী করেন এবং তাদের বাড়িঘর হামলা—ভাংচুর লুটপাটকারীদেরও আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিন শাস্তি দাবী করেছেন। এদিকে মেহেদী হাসানের সাথে মুঠোফনে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে বাড়িঘর ভাংচুরের অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন। অপরদিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইদুল আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি নিশ্চিত করে বলেন সদর থানায় একমাত্র আসামী সৈয়দ আলী ওরফে চিকু মিয়ার নামে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে মামলা তদন্তকারী অফিসার উপ—পরিদর্শক (এসআই) আশরাফ আলী নিশ্চিত করে জানান, সদর থানায় ধর্ষণ চেষ্টা মামলার রজ্জু করা হয়েছে তবে হাসপাতালের ডাক্তারি পরিক্ষার রিপোর্ট পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে আসামী সৈয়দ আলী ওরফে চিকু মিয়াকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।