রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ ::
শেরপুরে শিশু ধর্ষণ চেষ্টার আসামীর বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ লালপুরে পদ্মায় ডুবে স্কুল ছাত্রের মৃত্যু নিবন্ধনকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখার বিরুদ্ধে ভূয়া অভিযোগ ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঈশ্বরদীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ডিডিপির কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান সুরের মেলা ৩৫১ পর্ব অনুষ্ঠিত স্বামী-স্ত্রী যোগসাজশে হত্যা চেষ্টা বৃদ্ধা শাশুড়িকে অমানবিক নির্যাতন, ছেলে-বউ গ্রেফতার মহাত্মা লালনের তীরধান দিবস ‘ক’ শ্রেণীর জাতীয় দিবস ঘোষণা ঈশ্বরদীর পাকশী রেল বিভাগে গত অর্থ বছরে ৯ কোটি টাকা আয় ঘাটতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে চ্যাম্পিয়ন ঈশ্বরদী শ্বাশুড়ির ভাড়াটে খুনীদের হাতে অন্তঃস্বত্বা পুত্রবধূ খুন; পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন; স্বীকারোক্তিমূলক জবানবন্দি ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু

শেরপুরে শিশু ধর্ষণ চেষ্টার আসামীর বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

শেরপুরে শিশু ধর্ষণ চেষ্টার আসামীর বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

মোঃ সাইদুর রহমান আপন, বিশেষ প্রতিনিধি।।
শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গনই ভরুয়াপাড়া গ্রামে একটি শিশুকে ধর্ষণের চেষ্টাকে কেন্দ্র করে ২৯ আগস্ট শুক্রবার আনুমানিক বিকেল ৪টার দিকে ওই ধর্ষণ চেষ্টা মামলার আসামী মোঃ সৈয়দ আলী ওরফে চিকু মিয়া (৬০) এর বশতবাড়ীতে সন্ত্রাসী হামলা করা হয়েছে । ধর্ষণ চেষ্টা মামলার  বাদী মেহেদী হাসানের নেতৃত্বে এই সন্ত্রাসী হামলায় আসামীর ৬টি বশতঘরে থাকা নগদ দুই লাখ টাকা,  ৪/৫ ভরি স্বর্ণালংকার, আসবাব পত্র সহ প্রায় ১০/১২ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যাবার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার গনই ভরুয়াপাড়া গ্রামের প্রতিবেশী এক শিশু (৭) কে গত ২৬ আগস্ট মঙ্গলবার সকালে একই গ্রামের প্রতিবেশী সৈয়দ আলী ওরফে চিকু মিয়া  ফুসলিয়ে তার বশতঘরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠে। পরে ওই শিশুকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার জের ধরে তিনদিন পর ২৯ আগস্ট শুক্রবার বিকেলে মামলার বাদী সেকো মিয়ার ছেলে মেহেদী হাসানের নেতৃত্বে ২০০/২৫০ লোক ধারালো অস্ত্রে—শস্ত্রে সজ্জিত হয়ে আসামী সৈয়দ আলী ওরফে চিকু মিয়ার বশত বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায় বলে  অভিযোগ করেছেন চিকু মিয়ার ছেলে শফিকুল ইসলাম ওরফে দানু মিয়া। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ শফিকুল ইসলাম দানু মিয়া আদালতের আশ্রয় নিয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান। এছাড়াও তার পিতা চিকু মিয়া প্রকৃত অপরাধী হলে তার শাস্তি দাবী করেন এবং তাদের বাড়িঘর হামলা—ভাংচুর লুটপাটকারীদেরও আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিন শাস্তি দাবী করেছেন। এদিকে মেহেদী হাসানের সাথে মুঠোফনে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে বাড়িঘর ভাংচুরের অভিযোগ  সত্য নয় বলে জানিয়েছেন। অপরদিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইদুল আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি নিশ্চিত করে বলেন সদর থানায় একমাত্র আসামী সৈয়দ আলী ওরফে চিকু মিয়ার নামে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে মামলা তদন্তকারী অফিসার উপ—পরিদর্শক (এসআই) আশরাফ আলী নিশ্চিত করে জানান, সদর থানায় ধর্ষণ চেষ্টা মামলার রজ্জু করা হয়েছে তবে হাসপাতালের ডাক্তারি পরিক্ষার রিপোর্ট পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে আসামী সৈয়দ আলী ওরফে চিকু মিয়াকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!