ইলমাতুল ইসলাম রুপা।। শিশুরা সুন্দর, নিষ্পাপ ফুলের মতো।প্রতিটি শিশুই ফুলের মতো ফুটবার এবং সুুন্দররূপে বিকশিত হবার দাবি নিয়ে পৃথিবীতে আসে। যে বয়সে শিশুর হাতে থাকার কথা ছিল বই আর পেন্সিল কিন্তু তার পরিবর্তে শিশুটি নিজের আহার জোগানোর জন্য কাজের সন্ধানে নামতে বাধ্য হচ্ছে। ফলে তাদের কচি হাত হয়ে ওঠে শ্রমের হাতিয়ার হিসাবে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ পরিবেশে যেমন পোশাকশিল্প, ট্যানারি, চামড়া, জুতা,যানবাহনসহ নানা কাজে শিশুদের কাজ করতে দেখা যায়।এসব কাজে তাদের শারিরিক ও মানুষিক বিকাশ প্রচণ্ড ভাবে বাধাগ্রস্ত হচ্ছে। খুব অল্প কিছু টাকার বিনিময়ে শিশুদের দিয়ে কাজ করায়ে নেয় এক শ্রেণীর স্বার্থপর মানুষ। পারিবারিক অস্বচ্ছতা হচ্ছে শিশু শ্রমের প্রথম ও প্রধান কারন। একজন বাবা মাকে বাধ্য হয়ে তার সন্তানকে কাজে পাঠায়।সব শিশুরা স্কুলে যাবে,শৈশবকে উপভোগ করবে এটা সবাই কাম্য কিন্তু বাস্তবটা ভিন্ন। বছর ঘুরে বিশ্ব শিশুশ্রম বিরোধ দিবস আসে আবার চলেও যায়।শিশুশ্রম বন্ধ হয় না বরং বেড়েই চলেছে।আমরা বাইরে অনেক বড় বড় কথা বলি কিন্তু নিজের বাসার কাজের শিশুকে কোন ক্ষেত্রে ছাড় দেই না। তাই আগে নিজেকে বদলাতে হবে। ঝু্ঁকিপূর্ণ শিশুশ্রম রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন এবং এটাই এখন একমাত্র কাজ।