ঈশ্বরদী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক আমজাদ হোসেনকে ফুল দিয়ে বরণ করেছে ছাত্রদল।
স্টাফ রিপোর্টার।। গত সোমবার (৭ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে ঈশ্বরদী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক আমজাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছাত্রদল নেতা খালিদ বিন পার্থিবের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, পাবনা জেলা ছাত্রদলের সদস্য সম্রাট হোসেন, উপজেলা ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন, ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়া, রিয়ামুল ইসলাম রিয়াম, রব্বেল ইসলাম, শিশির হোসেন, আলামিন হোসেন, লিখন আহমেদ ও রবিন ইসলাম প্রমুখ।
এ সময় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ নতুন অধ্যক্ষ আমজাদ হোসেনকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানান।
রফিকুল ইসলাম নয়ন বলেন, ‘বিগত সময়ে শত জুলুম নির্যাতন সহ্য করেও শিক্ষার্থীদের পাশে ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। আগামীতেও শিক্ষার্থীদের পাশে থাকবেন তারা। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের শিক্ষামূলক কর্মসূচি কার্যক্রম পরিচালনা করবে ছাত্রদল।’
তিনি আরও বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিবাচক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকবে। কোনো ধরনের সহিংসতা প্রশ্রয় দেওয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করা হবে।’