লালন শাহ সেতুর উপর দুই মোটরসাইকেলের সংঘর্ঘে নিহত-১ আহত-১
ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।।
ঈশ্বরদীর পাকশী লালন শাহ সেতুর উপর দুই মোটরসাইকেল চালক বেপরোয়া গতিতে এলোমেলো মটর সাইকেল চালাতে গিয়ে সংঘর্ষে মোহাম্মদ অভি (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অপর মটর সাইকেল চালক তাইজুল ইসলাম রাব্বি (২৩)।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর’২৪) দুপুরে পাকশী- ভেড়ামারা সংযোগ স্হাপনকৃত পদ্মা নদীর ওপর নির্মিত লালনশাহ সেতুর দক্ষিণ পশ্চিম পার্শে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মটর সাইকেল চালক অভি ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচাড়া সেন্টারপাড়া গ্রামের সুজন সরদারের ছেলে। আহত রাব্বি একই ইউনিয়নের ছিলিমপুর গ্রামের নুরুল ইসলাম ঠিকাদারের ছেলে।
বিশ্বস্ত সূত্রে জানাগেছে , মঙ্গলবার সকালে নিহত ও আহত দুই জন দুই মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়।বিভিন্ন এলাকায় ঘুরে উল্লেখিত সময়ে তারা পাকশী লালনশাহ সেতুর উপর উঠে বেপরোয়া গতিতে এলোপাতাড়ি ভাবে মটর সাইকেল চালানো শুরু করে। এক পর্যায়ে পাশাপাশি দুজনের মোটরসাইকেলে স্বজোরে ধাক্কা লেগে দুইজনেই সেতুর উপর ছিটকে পড়ে যায়। এতে দুজনেই মাথা ও শরীরের বিভিন্ন স্হানে প্রচন্ড আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়।
উপস্থিত প্রত্যক্ষদর্শী কয়কজন তাদের দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করে এবং আশংকা জনক অবস্থায়
আহত রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে।
উল্লেখ্য, নিহত অভি ও রাব্বি সম্পর্কে আপন মামা ভাগ্নে।
এদুর্ঘটনার বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় থানা পুলিশ কোন হস্তক্ষেপ করেনি। পরিবারের পক্ষ থেকে অভির লাশ দাপন ও রাব্বির চিকিৎসার ব্যাবস্হা করা হয়েছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।