লক্ষ্মিকুন্ডা নৌ পুলিশের অভিযান পদ্মায় অবৈধ ভাবে মাটি কাটা ও বালু উত্তোলন এবং বহন করার দায়ে ড্রাম ট্রাকসহ ৩ জন গ্রেফতার
——
এস এম রাজা।। ঈশ্বরদীর লক্ষ্মিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে মাটিকাটা এবং বালি উত্তোলন করে বহন করার দায়ে ৩ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির আইসি ইন্সপেক্টর আকিবুল ইসলাম’র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও সদস্যগণ অভিযান পরিচালনা করে ২ জানুয়ারি’২৫ বিকেলে পদ্মার চরে মাটিকাটার অপরাধে মিনারুল ইসলাম (৩০) কে গ্রেফতার করে। সে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামের চেরু প্রামাণিকের ছেলে। পরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ পরিচালিত ভ্রাম্যমান আদালতে গ্রেফতারকৃত মিনারুলের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে আজ ৩ জানুয়ারি’২৫ রাত আনুমানিক ২ টায় পদ্মা নদীর কামালপুর চর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ড্রাম ট্রাকে বহন করার সময় ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুরের শহিদুল ইসলামের ছেলে শামসুজ্জোহা (২৭) ও মৃত লিটন সরদারের ছেলে লিমন (২১) কে গ্রেফতার করে। এ’ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঈশ্বরদী থানা পুলিশ আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।