ঈশ্বরদীর আরএনপিপিতে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু, আহত-২
এম এন সরদার।। আজ ২০ সেপ্টেম্বর’২১ বেলা ১২ টায় ঈশ্বরদীর নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) কাজ করার সময় চুল্লির সিঁড়ি থেকে পড়ে গিয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২ জন। নিহতরা হলো ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর ফুটু মার্কেটের ওয়াছেব আলী মৃধার ছেলে মনিরুল ইসলাম (৩২) ও সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার গারাদহ গ্রামের সন্তোষ চন্দ্র সরকারের ছেলে মাধব চন্দ্র সরকার (৪৪)। আহতরা হলো ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আড়মবাড়ীয়া গ্রামের দিলিপ চন্দ্রের ছেলে দিনবন্ধু(৩৩) এবং মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শিবরামপুর গ্রামের আইনাল হোসেনের ছেলে সিফাত হোসেন (২৬)।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, কাজ করার সময় নির্মানাধীন চুল্লির উঁচু সিঁড়ির উপর থেকে পা ফসকে নিচে পড়ে গেলে তাদের শরীরের ওপর লোহার রেলিং ভেঙে পড়ে। এতে তারা প্রচন্ড ভাবে আঘাতপ্রাপ্ত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পূর্বেই উল্লেখিত দুই শ্রমিক মৃত্যুবরণ করে। আহত দুইজনকে আশংঙ্কাজনক অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত ও আহত শ্রমিকরা রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানিতে কর্মরত নিয়মিত শ্রমিক। মৃত শ্রমিকদের লাশ ঈশ্বরদী থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করেছে।