রূপপুরের মানিক হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ জন গ্রেফতার
প্রেসবিজ্ঞপ্তি।। ঈশ্বরদী থানা পুলিশ কর্তৃক রুপপুরের আলোচিত মানিক হত্যা মামলার প্রধান আসামি কুখ্যাত হাত কাটা টুনটুনিসহ ০৩ জন গ্রেফতার হয়েছে ।
বিগত ১৮/১১/২০২৪ খ্রিষ্টাব্দ সকাল অনুমান ৮.৩০ ঘটিকায় ঈশ্বরদী থানাধীন দিয়ার বাঘইল রুপপুর পাকার মোড়ের জনৈক মোঃ ইউনুস আলীর ছেলে ওয়ালিফ হোসেন মানিক নিজ বাড়ি হতে পাবনা যাওয়ার উদ্দেশ্যে রূপপুর মোড়ে মক্কা হোটেলের পেছনে পৌঁছালে পূর্ব শত্রুতার ধরে একই এলাকার সৌরভ হোসেন টুনটুনি সহ তার সহযোগীরা মিলে মানিককে ধারালো অস্ত্রের সাহায্যে এলোপাথাড়ি কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে। এই ঘটনার প্রেক্ষিতে মানিকের পিতা ইউনুস আলী বাদী হয়ে সৌরভ হোসেন টুনটুনি সহ এজাহার নামীয় ১২ জন এবং অজ্ঞাতনামা ৪/৫ জন কে আসামি করে ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করলে একটি হত্যা মামলা রুজু হয়। যাহার নং-২৬, তারিখ-১৯/১১/২০২৪ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড। ঘটনার পর হতে আসামি টুনটুনি সহ প্রধান কয়েকজন আসামি পলাতক হয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পাবনা এবং ঈশ্বরদী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) পাবনা মহোদয়দের তত্ত্বাবধায়নে, অফিসার ইনচার্জ ঈশ্বরদী থানার নেতৃত্বে ঈশ্বরদী থানা ও রুপপুর পুলিশ ফাঁড়ির সমন্বয়ে একটি চৌকস টিম গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজ সকালে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকা হতে মানিক হত্যা মামলার প্রধান আসামি কুখ্যাত
১. সৌরভ হোসেন ওরফে হাতকাটা টুনটুনি (৩৬) সহ তার আপন ভাই ও এজাহার নামীয় অপর আসামি ২. মোঃ মেহেদী হাসান শাওন (২৬) উভয় পিতা মোঃ তানজির আহমেদ তুহিন, আসামি ৩. মোঃ সুইট (২৫), পিতা মোঃ ফজলু, সর্বসাং -রুপপুর দিয়ার বাঘইল, থানা-ঈশ্বরদী, জেলা পাবনাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে এই হত্যা মামলার ০৫ জন আসামি পুলিশ কর্তৃক গ্রেপ্তার রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা আছে।