যাবজ্জীবন কারা ভোগের পর মুক্ত হলেন বিএনপি নেতা তুহিন, বিশাল গনসংবর্ধনা আর ফুলেল শুভেচছায় করা হলো বরণ
স্টাফ রিপোর্টার।। আজ ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপি নেতা শরিফুল ইসলাম তুহিনকে বিশাল গণসংবর্ধনা দিয়েছেন নেতাকর্মীরা।
সোমবার (১৪ জুলাই ২০২৫) দুপুরে ঈশ্বরদী পুরাতন বাসট্যান্ডে দলীয় নেতাকর্মীরা তাকে গণসংবর্ধনা প্রদান করেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোখলেছুর রহমান বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু এবং কারামুক্ত বিএনপি নেতা শরিফুল ইসলাম তুহিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন নবী স্বপন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আলম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, কারান্তরীন হওয়ার পূর্বে শরিফুল ইসলাম তুহিন পাবনা জেলা যুবদলের যুগ্ন সম্পাদক, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজ সকাল ১১ টায় পাবনা কারাগার থেকে শরিফুল ইসলাম তুহিন মুক্ত হলে পাবনা জেলা কার্যালয়ে তাৎক্ষনিক সংবর্ধনা দেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। এরপর ঈশ্বরদী, আটঘরিয়াসহ বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকেল মাইক্রোবাস, বাস, ট্রাক, সিএনজি শোডাউনের মাধ্যমে রিসিপশন জানিয়ে তাকে ঈশ্বরদীতে নিয়ে যান।
শরিফুল ইসলাম তুহিন ষড়যন্ত্রের শিকার হয়ে দ্রুত বিচার ট্রাইবুনাল মামলা নং-১১/২০০৫, জি.আর মামলা নং-১১৯/২০০৩ এ সাজাপ্রাপ্ত হয়ে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। ইতোমধ্যে তিনি ২২ বছর সাজা ভোগ করেছেন। ১০ এপ্রিল ২০২৫ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা-২ শাখা কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপন যার নং ৫৮.০০.০০০০.০৮৫.৩৪.০০২.২৫-১০০ তে ২৯ জন কয়েদির মুক্তি দেওয়া হয়। শরিফুল ইসলাম তুহিনও ঐ তালিকায় খালাশ পান।
শরীফুল ইসলাম তুহিনের আগমনে ঈশ্বরদী বিএনপির মধ্যে আলাদা প্রাণের সঞ্চার হয়েছে।