আজ ১৯ সেপ্টেম্বর ২০২৫ , শুক্রবার সকাল দশটায় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৬৭তম মাসিক সাহিত্য সভা ও সদ্য প্রায়ত বিশিষ্ট কবি ও সংগঠক এ্যাড. নূরজাহান আরা নীতি’র রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তির্যক যশোরের কার্যালয়, পৌরপার্ক যশোরে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি কবি ও কথাসাহিত্যিক রাশিদা আখতার লিলি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক অধ্যক্ষ ডা.শাহনাজ পারভীন।
সংগঠনের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি আহমেদ রাজু, ঝিকরগাছা সাহিত্য পরিষদের সভাপতি লালন গবেষক সাইফুদ্দিন সাইফুল, ফরিদপুর জেলার বিশিষ্ট কবি ও সংগঠক আবু জাফর দিলু, কবি বকুল হক,বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, চৌগাছা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ।
এছাড়াও প্রায়ত কবি ও সংগঠক নূরজাহান আরা নীতি’র জীবন নিয়ে স্মৃতিচারণ, আলোচনা ও কবিতা পাঠ করেন সর্বকবি সংগঠনের সভাপতি ডাঃ মোকাররম হোসেন, অধ্যাপক সুরাইয়া শরীফ,আমির হোসেন মিলন,শরীফ উদ্দিন, রবিউল হাসান,এডিএম রতন, বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী, রবিউল হাসান, মুজিবুর রহমান, গোলাম মোস্তফা,এম এন এস তূর্কি,রকি মাহমুদ,আবু রায়হান, রেবেকা টপি, ভদ্রাবতী বিশ্বাস,শরিফূল আলম, এম এ কাশেম অমিও,অরুন বর্মন, জাকির হোসেন, কাজী নূর, রাশেদ হোসেন, মোঃ জাকির হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত সকলেই প্রায়ত কবি’র স্মৃতিচারণ করতে যেয়ে কান্নায় ভেঙে পড়েন।
দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা এ কে এম শহীদুল্লাহ।