এম এন সরদার।। আসন্ন ঈশ্বরদী পৌর সভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের প্রতিদ্বন্দীতাকারী মোঃ ইছাহক আলী মালিথা বলেছেন, মেয়র নির্বাচিত হলে শতভাগ সেবা আমি পৌর বাসীর দোড়গোড়ায় পৌঁছে দেবো। আজ ২৮ ডিসেম্বর’২০ সকালে সাপ্তাহিক জংসন ও ডিডিপি নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার পরিবার ও বংশের সবাই আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। দীর্ঘ প্রায় ৬ দশক ধরে আমরা আওয়ামী রাজনীতির আদর্শকে জেল-জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেও ধারণ করে রেখেছি। এসব বিষয় গুলো বিবেচনা করেই জননেত্রী বিশ্ব মানবতার মা আওয়ামী লীগের কর্ণধার বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মেয়র প্রার্থী হিসেবে দলের মনোনয়ন দিয়েছেন। তিনি বলেন, ঈশ্বরদীর মানুষ এই বিষয়টিকে এবং আমার রাজনৈতিক জীবনের কর্মকান্ড পর্যালোচনা করে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করবেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র পদ প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায়। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নয় তথা কথিত বিএনপিতে প্রবেশকারী নেতা হাবিবুর রহমান হাবিব ও তার অনুসারীরায় কেবল ভোট নিরপেক্ষ হয়নি এবং হবে না বলে অভিযোগ উত্থাপন করেন। আসলে হাবিব নিজেই তো ধানের শীষে কোনদিন ভোট দেয়নি। সে দলীয় মনোনয়ন নিয়ে পার্টির কাছ থেকে নির্বাচনী খরচ নিয়ে বাড়িতে বসে থাকে পোষ্টার কিংবা কর্মীদের পেছনে একটি টাকাও খরচ করে না। আবার খরচের ভয়ে পুলিং এজেন্টও দেয় না অথচ বাড়িরে বসে থেকে মিডিয়ার সামনে ঢালাও অভিযোগ করেন। সে একটা মিথ্যাবাদী লোক হিসেবে চিহ্নিত হয়েছেন। মূলত তার কোন রাজনৈতিক আদর্শও নাই যোগ্যতাও নাই। তিনি আরও বলেন, পৌর নির্বাচন একটি সম্পূর্ণ স্থানীয় সরকার নির্বাচন। এখানে শুধু মেয়র প্রার্থীই থাকে না এখানে অসংখ্য কাউন্সিলর প্রার্থীও থাকে। তাই এই নির্বাচনটি সব সময় স্বতঃফূর্ত হয়। এখানে ভোট কারচুপির কোন সুযোগ নাই । বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদী।