এম এন সরদার।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম নয়ন বলেছেন, যদি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আমার বিজয় সু-নিশ্চিত। তিনি বলেন, আমি যদি আসন্ন ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হতে পারি তাহলে ঈশ্বরদী পৌর এলাকার কাঙ্খিত উন্নয়নে গতি বৃদ্ধি করে ঈশ্বরদী পৌর বাসীর চাহিদা অনুযায়ী উন্নয়ন কর্মকান্ড সম্পাদনে সচেষ্ট থাকবো।
গত ২৬ ডিসেম্বর’২০ এক বিশেষ সাক্ষাৎকারে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আগামী ১৬ জানুয়ারী’২১ অনুষ্ঠিতব্য ঈশ্বরদী পৌর নির্বাচনে বিএনপি’র এই মেয়র পদপ্রার্থী আরও বলেন, বর্তমান সরকার সম্পূর্ন অন্যায় ও অবৈধভাবে বিএনপি’র সকল নেতা কর্মীদের ওপর জেল-জুলুমসহ নানা ধরনের হয়রানি ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়া সহ সারা দেশে দলীয় নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা ও হুলিয়া জারি করে পুলিশী নির্যাতন বহাল রেখেছে। দেশে বর্তমানে গণতন্ত্র হরণ করে দেশের মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। এরই প্রতিবাদ এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আন্দোলনের অংশ হিসেবে বিএনপি বিভিন্ন নির্বাচনে অংশ গ্রহণ করছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল থেকে যখন প্রার্থী মনোনয়ন দেয়া হয় তখন দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয় এ সময় দলের মধ্যে আর কোন বিরোধ থাকে না। তিনি মেয়র পদ প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ায় দলের চেয়ারপার্সন বেগম খালেদাজিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহা-সচিব মির্জা ফকরুল ইসলাম, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার সহ দলের মনোনয়ন বর্ডের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএনপি’র এই তরুণ মেয়র পদ প্রার্থী আসন্ন মেয়র নির্বাচনে সকল ভোর্টারদের স্বতঃফূর্ত ভাবে ভোট প্রদান করার আহ্বান জানান। বিএনপি’র মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে গুলি করা মামলায় সাজা প্রাপ্ত মোখলেসুর রহমান বাবলু, জাকারিয়া পিন্টুসহ ৪৭ জন নেতা কর্মীর মুক্তি দাবী করেন। অন্যদিকে দলীয় মনোনয়ন পাওয়ায় ঈশ্বরদী বিএনপি, যুবদল, ছাত্র দল, সেচ্ছা সেবক দলসহ অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।