মা সন্তান ধারণ করে ১০ মাস পক্ষান্তরে বাবা ধারণ করে আজীবন
====== মুনমুন আক্তার======
একজন মা সন্তানকে ধারণ করে ১০ মাস
আর একজন বাবা সন্তানকে ধারণ করে আজীবন।
অথচ কৃতিত্ব কেবল মায়েরই হয়। কেন?
সবচেয়ে বেশি কৃতিত্বের অধিকারী তো বাবাই কারণ, যদি বাবা না থাকতো তাহলে আপনি আমি আমাদের জন্মই হতো না। পৃথিবীতে আসাও হতো না।
আমরা অনেকেই আগে এবং এখনও সন্তান না হওয়ার জন্য মেয়েদেরকেই দায়ী করে থাকি। মনে করা হয় কোন দম্পতি নিঃসন্তান তার মূল কারণ হলো স্ত্রী। কিন্তু না এই ধারণা মোটেই সঠিক নয়। কারণ সন্তান না হওয়ার জন্য মেয়েরা কিছুটা দায়ী হলেও বেশিরভাগ দায়ী হয় পুরুষ। তাই নিঃসন্দেহে বলা যায় বাবার কারণেই আপনি আমি আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি। মা ১০ মাস তার শরীরের মধ্যে আমাদের আশ্রয় দেয় এবং পৃথিবীতে ভূমিষ্ট করে। কিন্তু এখানে বাবার ভূমিকা কতটা তা একবারও কি ভেবেছেন? একজন বাবার ভূমিকায় সব থেকে বেশি । একটি সন্তান মায়ের গর্ভে ধারণ হওয়ার পর থেকে বাবাও সন্তানকে ধারণ করে তার মস্তিস্কে এবং মায়ের গর্ভ হতে সন্তান বাইরে আসলেও বাবার মস্তিস্ক থেকে কিন্তু সন্তান কখনো বাইরে আসে না। একটি সন্তানের অস্তিত্ব যখন থেকে নিশ্চিত হয় তখন থেকেই সেই সন্তানের দায়ভার আসে বাবার ওপরে। সেই সন্তান ভূমিষ্ট হওয়ার আগ পর্যন্ত এবং পৃথিবীতে জন্ম নেয়ার পর থেকে সন্তানের খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা রক্ষনাবেক্ষন সহ যাবতীয় দায় দায়িত্ব পালন করে বাবা। নিজের গায়ে জামা প্যান্ট জুতো ছিঁড়ে গেলেও বাবার নিজের দিকে খেয়াল করার সময় হয় না। নিজের মাথার ঘাম পায়ে ফেলে রাতদিন এক করে অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র সন্তানের মুখের হাঁসিটা দেখার জন্য। সন্তানের জন্য বাবা সাধ্য মতো স্বর্গ নির্মান করে। হ্যাঁ শুধু যে বাবাই করে তা নয় মাও অনেক দায়িত্ব পালন করে কিন্তু সেই দায়িত্ব কখনো বাবার দায়িত্বের সমপরিমান হয় না। একজন বাবা নিঃস্ব হয়ে তার সারাজীবনে সমস্ত প্রাপ্তি সমস্ত অর্জন তুলে দেয় সন্তানকে। এমনকি বাবা মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত সন্তানকে ধারণ করে রাখে। আমাদের বাবার প্রতি কৃতজ্ঞ হওয়া প্রয়োজন। যে আপনার আমার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে নিঃস্ব এবং অসহায় তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করুন। কারণ, বাবা স্বর্গ বাবা ধর্ম বাবা ইহকাল বাবাই পরকাল।
বিঃদ্রঃ এই লেখাটি বাবা দিবস উপলক্ষ্যে লেখা কিন্তু পোষ্ট করতে বিলম্ব হলো। তার জন্য আমি আন্তঃরিকভাবে দুঃখিত ।