মহিলাদের আত্ম কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
স্টাফ রিপোর্টার।।
পাবনার ঈশ্বরদীতে মহিলাদের আত্ম কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে ।
রোববার (২৯সেক্টবর) দুপুর ৩টায় ৪নং পূর্ব নূর মহল্লা আজামেম্বারের পুকুর সামনে হারুনের রশিদের বাসা ৭ দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক ব্লক প্রিন্টিং এর প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয় ।
ঈশ্বরদী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ দোলোয়ার হোসেন এই প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার মোঃ জিন্নাহ, প্রশিক্ষক মোছাঃ কোহিনুর বেগম ও প্রশিক্ষণ আগ্রহী একদল মহিলা।
অনুষ্ঠানে শুরুতেই কেক কেটে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে প্রশিক্ষক কোহিনুর বেগম মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্লক প্রিন্টিং এর গুরুত্ব তুলে ধরেন।
আজ থেকে আমি আগামী সাতদিন টানা এই প্রশিক্ষণ কর্মশালা চলবে।