স্টাফ রিপোর্টার।।
ঈশ্বরদী ও পাবনা সদরে ভোক্তা অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে এ অভিযানে পাবনা সদরের দাপুনিয়া বাজারের মেসার্স নজরুল স্টোর, ঈশ্বরদীর নারিচা বাজারে শাওন চা কোম্পানী ও পূর্ব নূর মহল্লার আসাদ ফুড প্রোডাক্টসে অভিযান চালান ভোক্তা অধিকার।
এসময় ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৪৭ (সাত চল্লিশ) হাজার টাকা জরিমানা করেন তারা।
পাবনা র্যাবের একটি চৌকস টিমের সার্বিক সহযোগীতায় অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান।
Developed By Sam IT BD