ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভেড়ামারা প্রতিনিধিঃ
শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজন করে র্যালী ও আলোচনা সভার। বাদ্যযন্ত্র বাজিয়ে সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা চত্তর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহন করেন। পরে ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা আর্দশ ডিগ্রী কলেজের ইসলামিক ষ্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. নূরুল আমীন জসিম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, ভেড়ামারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমান, হাজী আফছার উদ্দীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, ভেড়ামারা সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ মাহমুদা জেবা, হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকি, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক সালাউদ্দীন, ভেড়ামারা সরকারী কলেজের প্রভাষক কে এম আলী আহমেদ, হাজী কফেজান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম প্রমুখ।