ভেড়ামারায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন
মাসুদ রানা ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি।। ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি/২০২৪-২৫ মৌসুমে সরিষা, গম, ভূট্টা, সূর্যমূখি, চীনাবাদাম, মসুর, খেসারী, শীতকালীন পেঁয়াজ, মুগ, আড়হর ও বোরোধান (হাইব্রিড) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২,৭২০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। ভেড়ামারা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়ামে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সরকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানা পলি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) টিপু সুলতান। অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ ফৈরদৌসী’র উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, বি.আর.ডি.বি’র কর্মকর্তা মোঃ জহির উদ্দিন,সহ প্রমুখ।