বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় ঈশ্বরদীতে দুই যুবলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরদী (,পাবনা) উপজেলা সংবাদদাতা।। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলায় ঈশ্বরদীতে দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (৯ ফেব্রুয়ারি’২৫) ভোরে তাদের গোপন সংবাদের ভিত্তিতে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শহীদুল ইসলাম শহীদ।
তিনি জানান, ঈশ্বরদী থানার মামলা নাম্বার ১০(৮)২৪ এর আসামি ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চররুপপুর গ্রামের আব্দুল করিম এর ছেলে সিরাজুল ইসলাম (৪৫) কে এবং মামলা নাম্বার ১২(৮) ২৪ এর আসামি একই উপজেলার সলিমপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ও চরমিরকামারী গ্রামের এস এম মহির উদ্দিনের ছেলে এস এম মনোয়ার হোসেন (৪৮) কে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের পাবনা জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।