বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈশ্বরদীতে মহান বিজয় দিবস উদযাপিত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনায় ও যথাযথ গুরুত্বের সাথে ১৬ ডিসেম্বর’২৫ মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপনের জন্য সরকারি, বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির মধ্যে ছিলো তোপধ্বনি, বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ, রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয় মেলা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন, শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং উপজেলা প্রশাসন বনাম বীর মুক্তিযোদ্ধা ও ঈশ্বরদী পৌর সভার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ।
সূর্যোদয়ের সাথে সাথে আলহাজ্ব মোড় বিজয়স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয় উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
এরপর আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয়স্তম্ভে পুষ্প্যমাল্য অর্পণ করে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জামাল উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
পরবর্তিতে পর্যায়ক্রমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ পুষ্প মাল্য অর্পণ করেন।
এস এম স্কুল এন্ড কলেজ মাঠে সকালে কুচকাওয়াজ ডিসপ্লে এবং বিকেলে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় ডাক বাংলা মাঠে বিজয় মেলা উদ্বোধন ও মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে বীরমুক্তি যোদ্ধাদের সংবর্ধনাসহ উল্লেখিত কর্মসূচি পালন করা হয়। এসকল অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভিন্ন সরকারি বেসরকারি ভবন ও আবাসিক এলাকায় আলোকসজ্জা ও পতাকা উত্তোলন করা হয়।
একমাত্র নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং সমমনা রাজনৈতিক দল ব্যাতিত সকল রাজনৈতিক দল ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে দিবসটি উদযাপন করেছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা। ০১৭১১৪৬১৯৫৬