বিএনপি সন্ত্রাসী কর্মকান্ডে বিশ্বাস করে না—সন্টু সরদার
স্টাফ রিপোর্টার।।
বিএনপি সন্ত্রাসী কর্মকান্ডে বিশ্বাস করে না। যেসব নেতা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, যাদের কাছে ধানের শীষ নিরাপদ নয়, বিএনপি তাদের কখনোই ধানের শীষের প্রার্থী মনোনীত করবে না।
কথাগুলো বলেছেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার।
বিশেষ অতিথি ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দীন বিশ্বাস বলেন,
বিগত দিনে দলের দুঃসময়ে নানা পরিক্ষায় যেসব নেতা উত্তীর্ণ হয়েছে। আগামী দিনে যাদের হাতে ধানের শীষ নিরাপদ। পরীক্ষা নীরিক্ষা করে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া তাদেরকেই মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসন থেকে জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব কে মৌখিক অনুমতি দেওয়ায় বৃহস্পতিবার (০৩ জুলাই ‘২৫) বিকালে সাহাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে নেতৃদ্বয় এসব কথা বলেন।
সমাবেশে বক্তারা আরো বলেন, আগামী নির্বাচনে ব্যাক্তি স্বার্থের উর্ধ্বে গিয়ে জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। ভয়ভীতি দেখিয়ে নয়, বরং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে এ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহবানও জানান তারা।
মিছিলটি আওতাপাড়া বাজার থেকে শুরু হয়ে সিলিমপুর মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন বিএনপির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার সাগর। সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রমজান আলীর সঞ্চালানায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি। এসময় সাহাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান লিটন, সাহাপুর ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৌহিদুজ্জামান, সাধারন সম্পাদক আক্কাস আলী, জেলা ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন (মেম্বার), ছাত্রদল নেতা হাসিবুর রহমান ইমন, ইব্রাহিম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।