বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদী আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত
——–
মুনমুন আক্তার।।
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ঈশ্বরদী আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
১১ মে’২৫ সকালে আরআরপি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরাসদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঈশ্বরদী মহিলা ডিগ্রী ও অনার্স কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা এস এম ফজলুর রহমান, পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী পৌর সভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী মহিলা ডিগ্রী ও অনার্স কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন।
ঈশ্বরদী আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ রিয়াজুল করিম’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ ও সদস্য শেখ মহসিন’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবু সামা কাজী, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ আতাউল হক নান্নু, ফুলকলি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ফিরোজুল ইসলাম প্রমুখ।
পরে অতিথিবৃন্দ সংবর্ধিত বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, নগদ অর্থ এবং ক্রেস্ট তুলে দেন। মোট ২৭ টি স্কুলের ১৮২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এরমধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬২ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১২০ জন শিক্ষার্থী।
অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অন্যদিকে সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি স্বরূপ এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয় এবং কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করা হয়। এ’অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও আমন্ত্রণিত সুধিজন উপস্থিত ছিলেন।