ঢাকা অফিস।।
বসুন্ধরাস্থ স্টার সিনেপ্লেক্স বন্ধ হয়ে যাচ্ছে। এর মূল কারণ মার্কেট মালিকের পক্ষ থেকে ফ্লোর ছেড়ে দেয়ার নোটিশের কারণে বন্ধ করতে হচ্ছে। এতে সিনেপ্লেক্সের ছয়টি হলই বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির মিডিয়া-বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ জানান, বসুন্ধরা শপিং সেন্টারে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি প্রায় চ‚ড়ান্ত। মার্কেট মালিকের পক্ষ থেকে ফ্লোর ছাড়ার নোটিশ পেয়েছি আমরা। অক্টোবর ২০২০ সাল পর্যন্ত আমাদের চুক্তি ছিল। চুক্তি নবায়ন না হওয়ায় সিনেপ্লেক্স বন্ধ করতে হচ্ছে। মার্কেট কর্তপক্ষ যদি আমাদের ভাড়া না দেন, তাহলে তো আর কিছু করার থাকে না। আমরা ছাড়তে বাধ্য। উল্লেখ্য, ২০০৪ সাল থেকে বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ঢাকার বিভিন্ন স্থানে এই প্রতিষ্ঠানের আরও ৯টি হল স্থাপিত হলেও বসুন্ধরা সিটির মাল্টিপ্লেক্সটি জনপ্রিয়তা পায় বেশি। মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, এটা ঠিক, বসুন্ধরা সিটি আমাদের অনেক আবেগের জায়গা। এখান থেকেই আমরা একটু একটু করে শুরু করেছি। এরপর আমরা আরও অনেক মাল্টিপ্লেক্স করেছি। তবে এটাই ছিল আমাদের সবার প্রাণকেন্দ্র। কিন্তু দিন শেষে আমরা তো ভাড়াটিয়া। মালিকপক্ষ যখন আমাদের নোটিশ দিলে তা ছাড়তেই হবে। তবে আমরা বসুন্ধরা থেকে দর্শকদের যে ভালোবাসা পেয়েছি সেটা নিশ্চয়ই ধরে রাখবো অন্য হলগুলোর মাধ্যমে। স্টার সিনেপ্লেক্সের অন্য মাল্টিপ্লেক্সগুলোর মধ্যে রয়েছে ঝিগাতলার সীমান্ত স্কয়ার ও মহাখালীর এসকে টাওয়ার-এ। আরেকটি মাল্টিপ্লেক্স তৈরি হচ্ছে মিরপুর সনি সিনেমা হলে।
0 0
Developed By Sam IT BD