ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে অন্তর্বর্তীকালীন সরকারেরও দেশ ছেড়ে পালাতে হবে- হাবিব
স্টাফ রিপোর্টার।। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, ফেব্রুয়ারীতে নির্বাচন না দিলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো অন্তর্বর্তীকালীন সরকারেরও দেশ ছেড়ে পালাতে হবে। আ’লীগ যেমন একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে পারে নি। পালাবো না বলেও, দেশ ছেড়ে পালিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও দু-একটা ছোটখাটো দলের ওপর ভিত্তি করে একতরফা নির্বাচন করলে তাদের পরিনতিও ফ্যাসিস্ট আ’লীগের মতই হবে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ঈশ্বরদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিজয় মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, সাবেক সহ-সভাপতি ও সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, সাবেক যুগ্ম আহবায়ক সুলভ মালিথা, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম শাহীন, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন সহ অন্যান্যরা।
এর আগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহরের পোস্ট অফিস মোড় হতে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি ঈশ্বরদী রেলগেট, স্টেশন রোড হয়ে পুরাতন বাস টার্মিনালে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।