বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
মসজিদের ইমামের চোখ উপড়ে নেওয়ায় গ্রেফতার ১ পাবনায় মেডিসিন এন্ড ফুড ম্যানুফয়াকচারার এসোসিয়েশন এর ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কেজি স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহণের সুযোগ দানের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত  অস্ত্র উদ্ধার ও ডাকাতি মামলা ডিডেক্ট করায় ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ পুরস্কৃত ১৮তম বর্ষে পদার্পনে উত্তরণ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত সিরাজগঞ্জে হুমকির মুখে প্রধান শিক্ষক, নিরাপত্তার অভাব! কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম করা হবে ——–জামায়াতের আমীর ডাক্তার শফিকুল ইসলাম বিধ্বস্থ হবার আগে পাইলটের সাথে যে কথা হয়েছিল কন্ট্রোলরুমের, এখন পর্যন্ত নিহত ১৯ জন, আহত ১৬৪ জন ঈশ্বরদীতে আওয়ামী লীগ নেতা মিনহাজ ফকির গ্রেফতার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, রিক্সা চালক আহত

ঈশ্বরদীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কেজি স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহণের সুযোগ দানের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত 

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার।।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে পাবনার ঈশ্বরদীতে বিশাল মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলীপি প্রদান কর্মসূচী পালন করা হয়েছে। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে ঈশ্বরদী শহরের রেলগেট ট্রাফিক চত্বর থেকে থানা অভিমুখে প্রায় এক কিলোমিটার জুড়ে ঘন্টা ব্যাপী এই কর্মসূচী পালন করা হয়।
ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, ঈশ্বরদী জেলা চাই আন্দোলনের আহবায়ক রাজিবুল আলম ইভান, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, সাপ্তাহিক জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বীর বাংলার সম্পাদক ওহিদুজ্জামান টিপু ও সাংবাদিক সেলিম আহমেদ।
এছাড়াও মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মেজবাউল ইসলাম চমক, যুগ্ম-সাধারণ সম্পাদক গোপাল অধিকারী, বিপুল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ রেজাউর রহমান, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাহিত্য-সংস্কৃতিক সম্পাদক মোঃ বাবুল আক্তার, পরীক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শিপন আলী, কার্যনির্বাহী সদস্য মোছাঃ মালা খাতুন, আশরাফুল ইসলাম, মোছাঃ আমেনা খাতুন, মোক্তার হোসেন, মোছাঃ সাবিনা ইয়াসমিন, গ্রীণ জুয়েলস্ কিন্ডারগার্টেন স্কুলের পক্ষে নওরোজ লিটন, জগন্নাথপুর সবুজ ছায়া কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ আব্দুল জলিল, আইডিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক হাবিবুর রহমান শিপন, মর্নিং স্টার একাডেমীর পরিচালক মমিন উদ্দিন, রূপপুর কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, ফুলকুঁড়ি কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ শাকিল হোসেন, উম্মুল কোরআন একাডেমীর অধ্যক্ষ মোঃ তারেক মাহমুদ, চাইল্ড নার্সিন কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ সাকিবুল ইসলাম, দিশারী মডেল একাডেমীর পরিচালক মোছাঃ খুশিয়ারা খাতুন, পিয়ারপুর কিন্ডারগার্টেনের পরিচালক মোছাঃ রাবেয়া খাতুন, রেড রোজ কিন্ডারগার্টেনের পরিচালক মোছাঃ সোমা খাতুন, লুপিন কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ কোরবান আলী প্রমূখ।
আয়োজিত কর্মসূচীতে বক্তারা বলেন, কিন্ডারগার্ডেন স্কুল ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ওই সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলো টেক্সটবুক বোর্ডের কারিকুলাম দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে অনুসরণ করে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যার ফলে দিন দিন সামাজিকভাবে এসব প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এবং এ সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা সহ বিগত বছরগুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও সর্বশেষ ২০২৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। ‎এ সময় তারা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আসন্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণির কমলমতি শিক্ষার্থীদের পূর্বের ন্যায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি জানান। ‎পরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। আয়োজিত কর্মসূচীতে ঈশ্বরদীর প্রায় সব কিন্ডারগার্টেন স্কুলের প্রায় দুই হাজার শিক্ষক/শিক্ষিকা, অভিবাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!