পাবনা-৪ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবি জানালেন সাবেক এমপি সিরাজ সরদার
স্টাফ রিপোর্টার।।
ঈশ্বরদী–আটঘরিয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদার পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবী জানিয়েছেন। শনিবার (২২ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রূপকল্প–৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ দাবী জানান।
সকালে পাকশী থেকে বিশাল মোটরবাইক বহর নিয়ে তিনি মুলাডুলি ও দাশুড়িয়া এলাকায় পৌঁছালে নেতা–কর্মীদের মাঝে উৎসাহ–উদ্দীপনা ছড়িয়ে পড়ে। লিফলেট বিতরণের আগে শতাধিক মোটরসাইকেলের মহড়া ও সহস্রাধিক নেতা–কর্মীর উপস্থিতিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।
বক্তব্যে সিরাজুল ইসলাম সরদার বলেন, “দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে তারেক রহমানের রূপকল্প–৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। জনতার প্রত্যাশা পূরণে বিএনপি মাঠে আছে, থাকবে।”
তিনি আরও বলেন, “পাবনা–৪ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তন প্রয়োজন।” এ দাবির বিষয়ে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক মৎস্যবিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল সরদার, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী সেলিনা ইসলাম, বিএনপি নেতা রুহুল আমিন বাবলু, শফিকুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ ও লিফলেট বিতরণকে ঘিরে মুলাডুলি ও দাশুড়িয়া এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতা–কর্মীদের শ্লোগান আর মোটরসাইকেল বহরের গর্জনে পুরো জনপদ মুখর হয়ে ওঠে বলে জানান স্থানীয়রা।