পাবনা-৪ আসনের সংসদ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস
——————–
এম এন সরদার।। পাবনা -৪ (ঈশ্বরদী আটঘরিয়া) সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন লাভ করেছেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। আজ রবিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গণভবনে অনুষ্ঠিত সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে তা জানানো হয়। এ সভায় সভাপতিত্ব করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধু কন্যা , দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের ঘোষণা দেয়া হয়।