পাবনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
আখতার সভাপতি, জহুরুল সাঃ সম্পাদক নির্বাচিত
পাবনা জেলা প্রতিনিধি।।
উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন।
গত ৬ ডিসেম্বর’২৪ বিকেল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যা ৬টায় ভোট গ্রহন শেষে ১ ঘন্টা বিরতির পর প্রাপ্ত ভোট গণনা শুরু হয়। রাত ৮ টার দিকে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হন যুগান্তর ও চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার আখতারুজ্জামান আখতার এবং আমার দেশ,দৈনিক দিনকাল ও কালবেলার পাবনা জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মোট ১৯টি পদের বিপরীতে আগের কমিটির সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ একাধারে পর পর দুইবার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় পদাধিকার বলে নির্বাহী সদস্য নিযুক্ত হন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক বিবৃতি’র ইয়াদ আলী মৃধা পাভেল এবং দপ্তর সম্পাদক পদে দি ডেইলি মর্নিং টাচ’র বার্তা সম্পাদক মনিরুজ্জামান শিপন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় ১৭টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করার কথা থাকলেও ১৫টি পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক ইছামতি’র প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনম ও নয়া দিগন্ত’র জেলা প্রতিনিধি এসএম আলাউদ্দিন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ইছামতি’র
মোখলেছুর রহমান খান বিপ্লব, অর্থ সম্পাদক আরটিভি’র জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক গাজী টিভির জেলা প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পী ও কল্যাণ সম্পাদক যমুনা টেলিভিশন’র জেলা প্রতিনিধি কলিট তালুকদার।
নির্বাহী সদস্য পদে দৈনিক আজকের ইতিহাস’র প্রকাশক ও সম্পাদক আবু হাসনা মুহাম্মদ আইয়ুব, বাসস জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, চ্যানেল ২৪ ও আজকের পত্রিকা’র জেলা প্রতিনিধি শাহীন রহমান, নাগরিক টিভির জেলা প্রতিনিধি জিকে সাদী, যায়যায়দিন’র জেলা প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকী, বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি মিজানুর রহমান ও সুশীল কুমার তরফদার।
মোট ৬২ ভোটারের মধ্যে ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রতিবারের মতো এবারও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট শাজাহান আলী মণ্ডল ও অধ্যাপক জহুরুল ইসলাম।
নব নির্বাচিত সভাপতি আখতারুজ্জামান আক্তার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, ঐতিহাসিক প্রেসক্লাবের ভোটে আজ আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। আমাদের দায়িত্ব বেড়ে গেলো। আপনারা দোয়া করবেন আমরা যেনো আমাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি।