পাবনায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
পাবনা জেলা প্রতিনিধি।।
পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পাবনা ফরিদপুরের বাঘাবাড়ি-টেবুনিয়া মিনি বিশ্বরোডে চকচকিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।
ফরিদপুর থানার ওসি হাসনাত জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা সোহেল রানা তাঁর স্ত্রী ও মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি শাহজাদপুর গিয়েছিল। আজ ২ সেপ্টেম্বর’২৫ সকালে গ্রামের বাড়ি চারপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়।
পথমধ্যে সকাল সাড়ে নয়টার দিকে চকচকিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে বেপরোয়া ভাবে আসা একটি ট্রাকের সাথে সামনাসামনি সংঘর্ষ হয়। এতে
ঘনটাস্থলেই মা আউলিয়া বেগম (২৫) ও মেয়ে সুমাইয়া (0৭) মারা যায়। সোহেল রানা (২৮) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গেছে মর্মে নিশ্চিত হওয়া গেছে। এদিকে, একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।