পাবনার যুবদল নেতা রাশেদ রানা ও তার দুই সহযোগী ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেফতার ।
স্টটফ রিপোর্টার।। পাবনার যুবদল নেতা রাশেদ রানা ও তার দুই সহযোগী ১,৯৭৭পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজগঞ্জে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
র্যাব-১২ সদর কোম্পানির একটি অভিযান দল ৩১আগস্ট সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ঢাকা মহাসড়কে অবস্থিত ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অপর দুজন হলেন পাবনা পৌরসভাধীন রাধানগরের আব্দুল জলিল শেখের ছেলে আমিনুল ইসলাম রনি (৪৫) ও সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামের সেকেন্দার আলী মন্ডলের ছেলে আব্দুল মজিদ মন্ডল (৪৮)। রাশেদ রানার বাড়ী পাবনা পৌরসভাধীন দোহারপাড়া। তার পিতার নাম জহুরুল ইসলাম ওরফে রইস।
র্যাব জানায়,তারা গোপন সুত্রে খবর পায়, পাবনা-চিটাগাং রুটে চলাচলকারি একটি কোচে গ্রেফতারকৃতরা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে পাবনা অভিমুখে আসছে। এখবর জানার পর র্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশে র্যাবের একটি অভিযান দল তাদের গ্রেফতারের জন্য ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট ও তার আশেপাশে ফাঁদ পাতে। গোপন সুত্রে খবর পাওয়া কোচটি রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালে র্যাব সদস্যরা অভিযান শুরু করে। অভিযান কালে ১,৯৭৭ (এক হাজার ৯শ সাতাত্তুর) পিস ইয়াবা ট্যাবলেটসহ উপরোল্লিখিত ব্যক্তিদের আটক করা হয় । এছাড়াও তাদের সাথে থাকা ৪টি মোবাইল ফোন এবং নগদ ২০,২২০/- টাকা জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে স্বীকার করেছে দীর্ঘদিন যাবত তারা লোকচক্ষুর আড়ালে
কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজ নিজ হেফাজতে রেখে পাবনা জেলাসহ বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।