পাবনার আতাইকুলায় র্যাবের অভিযানে ৪ টি হত্যা ও ১ টি অস্ত্র মামলার পলাতক আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার।। আজ ১৪ অক্টোবর’২৪ দুপুরে র্যাব-১২,সিপিসি-২ এর একটি অভিযানিকদল পাবনার আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে ৪ টি হত্যা ও ১ টি অস্ত্র মামলার পলাতক আসামী মোঃ গোলাম রব্বানী (৪৫) কে গ্রেফতার করেছে।সে আতাইকুলা পূর্ব বনগ্রাম এলাকার মৃত জব্বার প্রামাণিকের ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১২,সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা জানিয়েছেন।