পাবনায় যুবদল নেতা পাভেল হত্যার নেপথ্যে মাদক ব্যবসার বিরোধিতা
পাবনা প্রতিনিধি।।
পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ পাভেল (৩৫)। শনিবার(২৩ আগষ্ট’২৪) রাতে ইসলামপুর বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার সজীব মোল্লা ওরফে ইমরান (২৪)।
নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মোসলেম মাস্টারের ছেলে ও গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। গুরুতর আহত সজীব মোল্লা ওরফে ইমরান (২৪) আব্দুর সবুর মোল্লার ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মাদক ব্যবসা ও পূর্ব শত্রুতার জেরে জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামাণিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের সঙ্গে পাভেলের দীর্ঘদিনের বিরোধ ছিল। এ নিয়ে শনিবার রাতে বাজারে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ন নেয়ার পথেই পাভেল মারা যান।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, “পাভেল ভালো ছেলে ছিলেন, নিয়মিত নামাজ পড়তেন। এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর ন্যায়বিচার চাই।”
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”