আলমগীর কবীর হৃদয় , পাবনা জেলা প্রতিনিধি।।
পাবনায় ২৯ জুলাই সকালে বনলতা কফি শপ এন্ড পার্টি সেন্টারে মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন পাবনা’র উদ্যোগে সংগঠনের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাধারন সভায় সর্বসম্মতিতে নতুন কমিটি গঠন ও ঘোষণা করা হয়।নবনির্বাচিত সভাপতি সাইফুর রহমান, এমডি, গ্রেইন প্লাস ল্যাব, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম ফারুক, এমডি, এম এস ল্যাব,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,এমডি, ইম্পেল ল্যাব,যুগ্ম সম্পাদক রাকিবুজ্জামান,সাংগঠনিক সম্পাদক আলী আজম সজিব সহ ২৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর পাবনার
সহকারী পরিচালক, নাজমুল হাসান,বিএসটিআই, পাবনার সহকারী পরিচালক শহিদুল ইসলাম,ভোক্তা অধিকার পাবনার সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি, এনএসআই পাবনার সহকারী পরিচালক লুতফুল কবীর, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পাবনার পরিচালক এবিএম ফজলুর রহমান,এ এইচ রেজওয়ান জুয়েল। স্কয়ার ফার্মা, এডরুক ফার্মা এর প্রতিনিধি গণ এবং পাবনাস্থ অধিকাংশ মেডিসিন ও ফুড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক অথবা তাদের প্রতিনিধি।