পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গুলি করে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার।। আজ ১৬ অক্টোবর’২৪ দুপুরে পাবনা সদর এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর গুলি বর্ষন করে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ সানি ওরফে কিলার সানি(২৮) কে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২ এর অভিযানিক দল। গ্রেফতারকৃত সানি পাবনা সদর উপজেলার কুঠিপাড়ার জালাল প্রামাণিকের ছেলে।
গ্রেফতারকৃত সানিকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র আইনে দায়ের করা মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে র্যাব-১২,সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা জানিয়েছেন।