পাবনায় বহুল আলোচিত বৈষম্য বিরোধী ছাত্রহত্যা মামলার পলাতক আসামি নাদের বিশ্বাস গ্রেফতার
——————————————————
জুবায়ের খান প্রিন্স।। গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘ ২ বছর ধরে পলাতক থাকা আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলা (পাবনা সদর থানার মামলা নং-০৫, তাং ১১/১০/২০০৫) এর এজাহারভুক্ত আসামি ও কুখ্যাত সন্ত্রাসী মোঃ নাদের বিশ্বাস (৫৫) অবশেষে গ্রেফতার হয়েছেন।
নাদের বিশ্বাস পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের বিজয় রামপুর গ্রামের মৃত ফকির বিশ্বাসের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের নেতা হিসেবে এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছিলেন। একই সঙ্গে তিনি ভাঁড়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির পদে থেকে রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করতেন।
পুলিশের গোয়েন্দা বাহিনীর একটি চৌকশ দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ বিষয়ে পাবনা জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসি রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ডিবির অভিজ্ঞ অফিসার বেনু রায় পিপিএম এর নেতৃত্বে দলটি বৃহস্পতিবার গভীর রাত থেকে নজরদারীতে রেখে ২২ আগস্ট শুক্রবার দুপুরে নাদের বিশ্বাসকে আটক করতে সক্ষম হয়।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর সাঈদ চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী নৃশংস হামলা চালায়। ওই ঘটনায় ছাত্রনেতা নিহত হওয়ার পর হত্যাকাণ্ডের মামলা দায়ের হয়। মামলায় নাদের বিশ্বাসকে এজাহারভুক্ত ১৬ নম্বর আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
স্থানীয়রা জানায়, নাদের বিশ্বাস সর্বহারা সংগঠন ও স্থানীয় সন্ত্রাসীদের মদদ দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতেন। তার গ্রেফতারের খবরে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
ডিবি অফিসার বেনু রায় পিপিএম জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার পাশাপাশি আরও একাধিক নাশকতা, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।