পাবনায় পুলিশের জিম সেন্টার উদ্বোধন
স্টাফ রিপোর্টার।।পাবনা পুলিশ লাইন্সে নব নির্মিত জিম সেন্টার উদ্বোধন করা হয়েছে।
আজ শক্রবার (২৬ ডিসেম্বর’২৫) সকালে রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ শাহাজাহান পিপিএম, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে জিম সেন্টার উদ্বোধন করেন।
এসময় পাবনা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পাবনা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এর সার্বিক তত্বাবধানে নির্মিত এই জিম সেন্টার উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
পুলিশ সদস্যদের কল্যাণের জন্য এই জিম সেন্টার নির্মম করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।