পাবনায় দুটি কোম্পানিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
এ বি এম ফজলুর রহমান, পাবনা।।
পাবনার আটঘরিয়া উপজেলায় পাটকাঠি থেকে কার্বন উৎপাদনকারী জয়া কোম্পানিকে ১০ হাজার এবং ক্যাপ্টেন চারকোল ইন্ডাস্ট্রিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে কাগজপত্র হালনাগাদ না থাকার অপরাধে জয়া কোম্পানিকে এবং পরিবেশ দুষণের দায়ে ক্যাপ্টেন চারকোল ইন্ডাস্ট্রিকে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করে তা আদায় করেন।
পুলিশ জানায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারি পুলিশ ফোর্স নিয়ে জয়া কোম্পানিতে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কোম্পানির কাগজপত্র যাচাই-বাছাই করে দেখেন তা মেয়াদোত্তীর্ণ। বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত তাদের ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। কাগজপত্র আপডেট না হওয়া পর্যন্ত কোম্পানি বন্ধ রাখারও নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
গত বছর তাদের কাগজপত্র কাগজপত্র আপডেট করার জন্য সতর্ক করা হয়েছিল।
অপরদিকে পরিবেশ দুষণের দায়ে ক্যাপ্টেন চারকোল ইন্ড্রাস্টির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল মমিন উপস্থিত ছিলেন।
আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
এলাকাবাসী জানায়, এই অবৈধ কোম্পানি গড়ে ওঠার কারণে তারা ফসলাদি জন্মাতে পারে না। এসব কলের কালো ধোয়ায় গাছে কোনো ফল আসে না। আম, জাম, লিচুগাছে মুকুল এলে কালো ধোয়ায় গুটি নষ্ট হয়ে যায়। ফসলের ব্যাপক ক্ষতি হয়।
এলাকাবাসীর অভিযোগ, এই কোম্পানির মালিক এলাকায় প্রভাব খাটিয়ে কৃষকের শত শত বিঘা জমির ফসল দীর্ঘ দিন ধরে নষ্ট করে আসছেন। তাই তারা এই কোম্পানিটি বন্ধ করে দেওয়ার দাবি করেন।