পাবনায় অপহৃত উর্মি উদ্ধার, অপহরণকারী মাহিন গ্রেফতার
পাবনা জেলা সংবাদ দাতা।। পাবনায় প্রকাশ্যদিবালোকে অপহৃত উর্মিকে উদ্ধার এবং অপহরণকারী আসামী মাহিনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার(১৮ নভেম্বর’২৪) সকাল ৯টার দিকে ৫ থেকে ৭ জন যুবক একটি সাদা প্রাইভেটকারে পাবনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে মহেন্দ্রপুর গ্রামের রাকিবুল ইসলাম স্ত্রী উর্মি খাতুনকে অপহরণ করে।
জানাগেছে, আর ই সি প্রশিক্ষণে অংশ নিতে যুব উন্নয়ন প্রশিক্ষণ গেটে আসামাত্র মাহিনসহ ৫-৭ জন কথা বলতে বলতে গাড়ির কাছে নিয়ে যান। এসময় গাড়িতে থাকা আরও ৪-৫ জন উর্মিকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এই বিষয়ে পাবনা সদর থানায় উর্মি খাতুনের স্বামী রাকিবুল ইসলাম নিজে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
এই অভিযোগের ভিত্তিতে পাবনা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার এসআই মাহবুব আলমের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাতে সিরাজগঞ্জ থানাধীন কড্ডার মোড় এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে অপহরণকারী মাহিনকে গ্রেপ্তার ও উর্মি খাতুনকে উদ্ধার করে। পরে উর্মিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, পাবনা যুব উন্নয়নের সামনে থেকে একজন নারীকে কে বা কারা জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে চলে যান বলে অভিযোগ পাওয়ার সাথে সাথে পাবনা থানার একটি বিশেষ টিম গঠন করে তাকে ফলো করতে করতে সিরাজগঞ্জ থানাধীন কড্ডার মোড় এলাকা থেকে অপহরণকারী মাহিনকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। অপহরণকারী মাহিনকে পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।