পাকশীতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আসামী গ্রেফতার
।।প্রেস রিলিজ।।
ঈশ্বরদী থানার আলোচিত পাকশী রেলওয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্রী অপহরণ মামলার ভিকটিম উদ্ধার এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার দিনই তাকে গ্রেফতার করা হয়।
ঈশ্বরদী থানাধীন পাকশী রেলওয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণীর ছাত্রী রহিমাকে (ছদ্মনাম) স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই আইনের সাথে সংঘাতে জড়িত শিশু করিম (ছদ্মনাম) আজেবাজে কথা বলত এবং প্রেমের প্রস্তাব দিত। ভিকটিম স্কুল ছাত্রী বিষয়টি অভিভাবকদের জানালে তার অভিভাবক সেই উত্তক্তকারী কিশোরের পরিবারকে জানিও কোন সুরাহা পাননি। অভিভাবকদের জানানোর কারণে উত্তক্তকারী কিশোর আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় গত ইং ০৯/০৭/২০২৫ খ্রিষ্টাব্দ দুপুর ০১.১৫ ঘটিকায় সেই স্কুল ছাত্রী অর্ধবার্ষিক পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে পাকশী রেলওয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পকেট গেট হতে বের হওয়া মাত্র আইনের সহিত সংঘাতে জড়িত শিশু তার ওপর এক সহযোগীর সহায়তায় ভিকটিম স্কুল ছাত্রীর হাত মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ভয়-ভীতি দেখিয়ে অপহরণ করে একটি ব্যাটারি চালিত মিনি অটোবাইকে করে নিয়ে যাওয়ার সময় অটোচালক ও ওই ভিকটিম স্কুল ছাত্রীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং পাকশী ইপিজেড ফাঁড়ির পুলিশের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে। এ সময় আইনের সহিত সংঘর্ষে জড়িত শিশুদ্বয় দৌড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পরপরই ঈশ্বরদী থানায় একটি অপহরন ও অপহরনের সহায়তার মামলা রুজু হয়। যাহার মামলা নং-১৭, তারিখ-০৯/০৭/২০২৫ খ্রিঃ ধারা-৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০।
মামলার রুজুর সাথে সাথে পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল মহোদয়ের তত্ত্বাবধায়নে, অফিসার ইনচার্জ ঈশ্বরদী থানার নেতৃত্বে পাকশী পুলিশ ফাঁড়ির এসআই(নিঃ) মোঃ মুকুল মিয়া সঙ্গীয় একটি চৌকস টিম গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া মামলার এজাহার নামীয় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু করিমকে( ছদ্মনাম) একই তারিখ বিকাল ০৫.০০ ঘটিকায় পাকশী ঝাউতলা রেলওয়ে কলোনির তার নিজ বাসা হতে আটক করা হয়। আইনের সাথে সংঘাতে জড়িত শিশুর আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্বে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।