ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজের ৩০ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিলেন। এরমধ্যে পাশ করেছে মাত্র তিনজন শিক্ষার্থী। বাকি ২৭ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) প্রকাশিত ফলাফলে দেখা যায় গার্লস স্কুল এন্ড কলেজের মোট ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কিন্তু তাদের মধ্যে মাত্র ৩ জন উত্তীর্ণ হয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার মাত্র ১০%। এতে অন্যান্য কলেজগুলো থেকে পাশের হারে সর্বনিম্ন স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। এমন ঘটনায় হতাশা প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের দাবী প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির উদাসীনতা ও কলেজ শাখায় শিক্ষক সংকটের কারনে এমনটি হয়েছে। এদিকে শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের পাঠদানে কোন ক্রুটি বা অবহেলা করা হয়নি। কি কারনে এমনটি হয়েছে তা খতিয়ে দেখা হবে।
জানা গেছে, ১৯২৯ সালের জানুয়ারি মাসে প্রথম ঈশ্বরদী গার্লস স্কুল নামে কার্যক্রম শুরু করলেও ২০১৩ সাল থেকে কলেজ শাখা চালু করা হয়। এতে প্রতিষ্ঠানটির নামকরন করা হয় ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজ। শুরুতেই ২৭ জন শিক্ষার্থী ভর্তি হয়ে শতভাগ পাশ করেছিল। ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাশের হার ছিল ৯০ শতাংশ এবং ২০২২ সালে পাশের হার ছিল শতভাগ। স্কুল শাখায় ১৯ জন ও কলেজ শাখায় খন্ডকালীন ১০জন শিক্ষক দিয়েই কলেজ শাখায় পাঠদান করানো হয়।