পদ্মা তীরবর্তী ইসলাম পাড়া বালুমহালে চলচ্চিত্র ভঙ্গিমায় আবারও গুলি বর্ষণ, একজন গুলিবিদ্ধ হয়ে আহত
————-
স্টাফ রিপোর্টার।। বিরোধপূর্ণ ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মার তীরবর্তী সাঁড়া ইসলাম পাড়া বালুমহালে আবারও চলচ্চিত্রের ভঙ্গিমায় চিহ্নিত সন্ত্রাসীরা গুলি বর্ষণ করেছে।
এসময় সোহান হোসেন (২৮) নামে এক গরুর রাখাল গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। সে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া চৌধুরী পাড়ার শাহাবুদ্দিন মোল্লার ছেলে।
শনিবার (১২ জুলাই’২৫) আনুমানিক সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বালু ব্যবসায়ী, প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, লালপুর, দৌলতপুর, ভেড়ামারা ও ঈশ্বরদীর অধিকাংশ বালুমহাল নিয়ন্ত্রণ করছে নাটোর জেলার লালপুরের একটি প্রভাবশালী সন্ত্রাসী গোষ্ঠী।
বৈধ ইজারা থাকার কারণে সাঁড়াঘাট ও ইসলাম পাড়ার বালুমহাল এলাকা বারবার চেষ্টা করেও তারা নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়েছে। মূলত এই এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করার উদ্দেশ্যেই তারা এই এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছে।
এ ঘাটের সরকারি ইজারাদার মেহেদী হাসান ও সুলতান আলী টনি বিশ্বাস হামলার জন্য লালপুরের আওয়ামী লীগ নেতা কাকন ও ঈশ্বরদী যুবলীগের যুগ্ম সম্পাদক মিলন চৌধুরীর সন্ত্রাসী বাহিনীকে দোষারোপ করেছে। তারা বৈধ অবৈধ সব বালুমহাল দখল করার অভিপ্রায়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন।
তারা বলেন, সরকারি ভাবে ইজারা নিয়ে আমরা ব্যবসা করছি অথচ উল্লেখিত সন্ত্রাসীরা বারবার চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকার করলেই তারা স্বশস্ত্র হামলা চালায়। এসব সন্ত্রাসীদের কারণে চরের কৃষকরাও কাজ করতে পারছে না। পুলিশ প্রশাসনও নিরাপত্তা প্রদানে ব্যর্থ হচ্ছে।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জেনেছি। এবিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। ঘটনাস্থল নৌ পুলিশের এখতিয়ার ভুক্ত।
এব্যাপারে লক্ষ্মিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ ইসলাম জানান, আমরা নদী পথে নিরাপত্তা প্রদানে সব সময় স্বচেষ্ট রয়েছি। ঘটনা শুনেছি কিন্তু কেউ কোন অভিযোগ এখনো পর্যন্ত দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এবিষয়ে আওয়ামী লীগ নেতা কাকন ও যুবলীগ নেতা মিলন চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
ওদিকে আহত সোহান হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখানে তার অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ঐ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।