সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই চট্টগ্রাম জেলা কর্তৃক চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন।। গ্রেফতার-৩ ক্ষতি পুষিয়ে নিতে ঈশ্বরদীর সর্বত্র শুরু হয়েছে শীতকালীন সবজি চাষ সিনেমার ঘটনাও ফেল, অবিশ্বাস্য নাটকের জন্ম দিল স্বর্ন ব্যাবসায়ী  মাগুরায় একই পরিবারের ৩ শিশুর মৃত্যু ঈশ্বরদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় গ্রেফতার-১ ঈশ্বরদীতে চাকরী না পেয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ ঈশ্বরদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মায়ের মৃত্যু ঈশ্বরদীতে উপজেলা প্রশাসন ও পদ্মা নদীর ইজারাদারদের মধ্যে দ্বন্দ্ব চরমে।। উত্তেজনাকর পরিস্থিতিতে আতঙ্কগ্রস্থ এলাকাবাসী পদ্মায় খাজনা আদায়ের জের,গুলি বর্ষনে আহত-২ ঈশ্বরদীতে ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে লাপাত্তা জনতা ব্যাংক ম্যানেজার

পদ্মায় খাজনা আদায়ের জের,গুলি বর্ষনে আহত-২

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

পদ্মায় খাজনা আদায়ের জের,গুলি বর্ষনে আহত-২
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে নৌ চ্যানেলের খাজনা আদায়কারীদের গুলি ও বোমা বর্ষণে পদ্মানদীর তীরবর্তী সাঁড়ার ৫নং ঘাটের ক্যানালপাড়ার দুই যুবক গুলিবিদ্ধ বিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।

এসময় তারা পদ্মানদীর তরিয়া মহলের ইজাদারের স্পীডবোর্ডে হামলা চালিয়ে নগদ ৩০-৩৫ হাজার টাকাসহ স্পীডবোর্ডটি নিয়ে গেছে নৌ-চ্যানেলের খাজনা আদায়কারীর লোকজন।

সোমবার (০৬ অক্টোবর) বিকেলে উপজেলার সাঁড়ার ৫ নং ঘাটের স্লুইজগেট এলাকায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় পদ্মানদীর পাড়ের সাধারণ মানুষদের মধ্যে ছড়িয়ে পড়েছে প্রচন্ড আতংক।

গুলিবিদ্ধরা হলো ওই এলাকার মোঃ হোসেন গাজীর ছেলে মোঃ নিজাম (২৬) এবং বাবলু হওলাদারের ছেলে মোঃ সজিব হাওলাদার (২৫)। গুলিবিদ্ধ দুজনকেই আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় রাজশাহী থেকে ঢাকা স্থানান্তর করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানাগেছে।

এলাকাবাসী ও লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানাগেছে, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মো. মেহেদী হাসানের মালিকানাধীন এটি এন্টারপ্রাইজ পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বছরের জন্য পদ্মানদীর সাঁড়াঘাট ও পাকশী হার্ডিঞ্জ ব্রিজের উত্তরপাড় পর্যন্ত তরিয়া মহলে খাজনা আদায়ের ইজারা নিয়েছে। অপরদিকে ঢাকা শাহজাহানপুরের শহিদবাগ এলাকার মো. হামিদ হাওলাদারের ছেলে মো. নাসির হাওলাদারের মালিকানাধীন গ্রুপঅন সার্ভিসেস প্রাঃ লিঃ এক বছরের জন্য পদ্মানদীর গোয়ালন্দ-পাকশী (রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নৌপোর্ট পর্যন্ত) নৌ-চ্যানেল চলাচলকারী নৌযান থেকে খাজনা আদায়ের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিইউটিএ) থেকে ইজারা নিয়েছে। গ্রুপঅন সার্ভিসেসের পক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার সোহেল খন্দকার খাজনা আদায় করছে।

সুত্র মতে, সোহেল খন্দকারের লোকজন নিজের সীমানা অতিক্রম করে এটি এন্টারপ্রাইজের তরিয়া মহলে এসে খাজনা আদায় করছে। এই নিয়ে দুই ইজারাদারের লোকজনের মধ্যে রেষারেষি চলছে। ঘটনার দিন তরিয়া মহলে নিজেদের সীমানায় খাজনা আদায় করে এটি এন্টারপ্রাইজের লোকজন সাঁড়ার ৫নং ঘাটে স্পীডবোর্ড রেখে পাড়ে উঠছিলেন। এসময় সোহেল খন্দকারের লোকজন সাঁড়াঘাটে এসে তাদের লক্ষ্য করে গুলি ও বোমা বর্ষণ করে। এই গুলিতে নদী পাড়ের বাসিন্দা সজিব ও নিজাম নামে দুইজন গুলিবিদ্ধ হন। পরে আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক নাফিসা খানম জানান, একজনের বুকের বাম পাশে গুলিভেদ করে পিঠ দিয়ে বের হয়ে গেছে। আরেকজনের বামচোখে গুলিবিদ্ধ হয়েছে। দুইজনের অবস্থায় গুরুতর। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পদ্মানদীর তরিয়া মহলের খাজনা আদায়কারী এজারাদার এটি এন্টারপ্রাইজের মালিক উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মো. মেহেদী হাসান জানান, সোহেল খন্দকারের লোকজন তাদের সীমানা অতিক্রম করে অবৈধভাবে তরিয়া মহলে এসে খাজনা আদায় করছে। সোহেল খন্দকার ও তার লোকজন সাঁড়া ঘাটে এসে আমার লোকজনের উপর গুলি ও বোমা বর্ষণ করে। হামলাকারীরা তরিয়া মহলের খাজনা আদায়ের নগদ ৩০-৩৫ হাজার টাকাসহ একটি স্পীডবোট ও একটি নৌকা ছিনিয়ে নিয়ে গেছে।

নৌ-চ্যানেলের খাজনা আদায়কারী গ্রুপঅন সার্ভিসেস প্রাঃ লিঃ সহকারী পরিচালক সোহেল খন্দকার জানান, গত তিনদিন ধরে এটি এন্টারপ্রাইজ লিঃ এর লোকজন পদ্মানদীতে তাদের সীমানায় খাজনা আদায় করে আসছিল। বারবার প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়। কিন্তু কোনরুপ সহযোগিতা না পাওয়ায় অবশেষে আজ এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এদিকে এলাকাবাসী অভিযোগ করে বলেন, নৌ পুলিশ গোলাগুলির ঘটনার সাড়ে তিন ঘন্টা পরে এসে নামমাত্র দায়িত্ব পালন করে চলে যান।

লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, গুলি বর্ষণের ঘটনায় দুজন সাধারণ যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয়েছে। ঘটনার পর থেকে নদীতে নৌ-পুলিশী টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!