নাজিরগঞ্জ নৌ পুলিশের বিশেষ অভিযান, পদ্মা নদী থেকে ২৭ জেলে আটক, বিপুল পরিমাণ জাল, ইলিশ মাছ ও নৌকা জব্দ
——
এস এম রাজা।।
পূর্ণ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে নৌ পুলিশ রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবির’র নেতৃত্বে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক পৃথক দুই দিনের অভিযানে ২৭ জন জেলেকে আটক করেছে এবং তাদের কাছ থেকে নৌকা সহ বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করেছে।
নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির আইসি সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা কালে গত ২০ অক্টোবর’২৩ থেকে ২৩ অক্টোবর’২৩ ভোর পর্যন্ত নাজিরগঞ্জ, শিলাইদহ ঘাট, কুমারখালি, গুদারহাট, খলিলপুর, আমীরপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত সংখ্যক জেলেকে আটক করা হয়।
আটককৃতরা হলো সুজানগর উপজেলার বিটভিলা গ্রামের সোরাব খাঁ’র ছেলে তোরাব আলী খাঁ (৫৫), আলেক খাঁ’র ছেলে আল-আমীন (২২), আবু বক্কর শেখ’র ছেলে আছাদ শেখ (২৮), আবুল শেখ’র ছেলে বাবু শেখ (৩৮), মালিফা গ্রামের আব্দুল বাতেন মোল্লার ছেলে নুরুল মোল্লা (৩০) ও হৃদয় হোসেন (১৬), তফিজ উদ্দিনের ছেলে বাবু শেখ (৩০), রাজবাড়ীর পাংশা উপজেলার শামিলপুর গ্রামের আজিমউদ্দিন শেখ’র ছেলে আলিম শেখ (৩৮), একই এলাকার মৃত শাহিন উদ্দিনের ছেলে নায়েব আলী শেখ (৫৫), রহিম উদ্দিন বিশ্বাস’র ছেলে রাজ্জাক বিশ্বাস (৬০), বালাজ উদ্দিন প্রামাণিকের ছেলে বাবুল হোসেন (১৭), পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকার মোজাহার মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (৩৫), মিরপুর এলাকার মুসলিম মন্ডলের ছেলে তমছের মন্ডল (৩৮), ঢালারচর এলাকার আজিজ সরদারের ছেলে আবেদ আলী সরদার (৩০), নেপাল মন্ডলের ছেলে কুরবান মন্ডল (৪০), রাজবাড়ি সদর উপজেলার সুখদেবপুর গ্রামের জামিল মন্ডলের ছেলে তাজুল মন্ডল (৫০), বাড়াইপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে ওয়াজেদ মন্ডল (২২), সুজানগরের ইসমাইল শেখ’র ছেলে আব্দুর রহমান শেখ (৩৫), রাজবাড়ীর কালুখালির হরিণবাড়িয়া চর এলাকার বদল শেখ’র ছেলে আফাজ শেখ (২০), পাবনার আমিনপুরের চরকুছলাডাংগী এলাকার শহিদুল্লাহ ফকিরের ছেলে সবুজ ফকির (৩০), জামাল মন্ডলের ছেলে মুন্নাফ মন্ডল (৩৫), রমজান ফকিরের ছেলে মনির হোসেন (২৮), আবু তালেব মন্ডলের ছেলে রুহুল মন্ডল (৩২), কালিকাপুর এলাকার জামাল শেখ’র ছেলে আছির উদ্দিন শেখ (৩৭) এছাড়াও রাজবাড়ির ইব্রাহিম মন্ডল (৪০), চানু শেখ (৩৫), আইজুদ্দিন (৬৪)।
অভিযান পরিচালনা কালে ৮ টি নৌকা, প্রায় ২০ লক্ষ মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ নাজিরগঞ্জ বাসস্ট্যান্ড হজরত খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদ্রাসা ও দারুলউলুম কওমি মাদ্রাসায় বিতরণ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ’ব্যাপারে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
নৌ পুলিশের এএসপি সাদিকুর রহমান, আইসি সাইদুর রহমান, এসআই আনোয়ারুল ইসলাম সহ নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযানে অংশ গ্রহণ করে।