সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ইউএনও সুবীর কুমার দাশ ঈশ্বরদীকে প্রথম স্মার্ট উপজেলা ঘোষণার প্রত্যয় ব্যক্ত ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা
————-
মুনমুন আক্তার।। নবাগত ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাশ ঈশ্বরদীকে প্রথম স্মার্ট উপজেলা ঘোষণার প্রত্যয় ব্যক্ত করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
আজ ৭ জুন’২৩ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঈশ্বরদীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এ ঘোষণা প্রদান করেন।
তিনি বলেন, ঈশ্বরদী সীমান্তবর্তী এলাকা হওয়ায় কুষ্টিয়া – রাজশাহী সহ বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল, ইয়াবা, হেরোইন সহ নানা ধরনের মাদক দ্রব্য এখানে নিয়ে আসা হয়। যার ফলে ঈশ্বরদীতে মাদকের বিস্তৃতি ঘটেছে উল্লেখযোগ্য হারে। কোন ভাবেই এর বিস্তার কাঙ্খিত নয়। যেকোনো মূল্যে মাদক নির্মূল করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। আমি তাঁর একজন বিশ্বস্ত কর্মী হিসেবে ঈশ্বরদীকে বাংলাদেশের প্রথম স্মার্ট উপজেলা বাস্তবায়নের মাধ্যমে ঘোষণার কৃতিত্ব নিতে চাই।
তিনি সাংবাদিকদের আন্তরিকতার সাথে পরস্পর সহযোগিতার মাধ্যমে ঈশ্বরদীর উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত ও বাস্তবায়ন এগিয়ে নেয়ার আহবান জানান।
নবাগত ইউএনও সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে নির্ভয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ এবং ব্যাপকভাবে পড়াশোনা ও মেধা চর্চা করার আহবান জানান।
তিনি ঈশ্বরদীতে পাবলিক লাইব্রেরি না থাকায় দুঃখ প্রকাশ করে বলেন, আগামী বিজয় দিবসে পাবলিক লাইব্রেরির ভিত্তি প্রস্তর স্থাপন এবং স্বাধীনতা দিবসে উদ্ভোধনের প্রত্যাশা রাখছি। ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্রের সুবিধাজনক স্থানে এই লাইব্রেরিটি স্থাপনে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহাসিন কবীর, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের ঈশ্বরদী প্রতিনিধি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপি নিউজ ২৪ ডটকম’র প্রধান সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি এস এম রাজা, দৈনিক আজকের পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি খন্দকার মাহাবুবুল হক দুদু, সাপ্তাহিক জয়পত্রের সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সাপ্তাহিক ঈশ্বরদীর কাগজের সম্পাদক এম আবুল বাসার, ঈশ্বরদী প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সাপ্তাহিক জনদৃষ্টি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আমাদের সময় প্রতিনিধি ওয়াহেদ আলী সেন্টু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি স্বপন কুমার কুন্ডু, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও বাংলা টিভির ঈশ্বরদী প্রতিনিধি তৌহিদ আক্তার পান্না, দৈনিক উন্নয়নের কথা’র সম্পাদক আবুল হাশেম, গ্লোবাল টিভির প্রতিনিধি ইয়াসিন আলী শেখ প্রমুখ।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আরিফ হোসেন।