ধর্ম অবমাননার অভিযোগে বাউল আবুল সরকার গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট।।
মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি ইউনিয়নের বাউল মহারাজ আবুল সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাকে মাদারীপুর এক গানের অনুষ্ঠান থেকে বৃহস্পতিবার ভোর রাতে গ্রেপ্তার করা হয়।
গত ৪ অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের অনুষ্ঠানে ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে কুটক্তি করেন। এতে ধর্মপাণ মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন। আবুল সরকার তার গানে ভক্তদের বলেন, আল্লাহর সৃষ্টি নিয়ে কোন আগা মাথা নেই। আল্লাহ চারবার সৃষ্টির কথা বলেছেন। একটি আয়াত পড়ে বাংলায় অনুবাদ করে ভক্তদের বলেন, আল্লাহর কথার কোন গোহা মাথা পাই না। এক মুখে কয় কথা কয়।
মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে তার বিচারের দাবিতে মানিকগঞ্জ আদালত চত্তরে সকাল থেকেই বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জের সর্বোচ্চ স্তরের আলেম ওয়ালা ও ধর্মপ্রাণ মুসল্লিরা মানববন্ধনে বলেন, আবুল সরকার আল্লাহর কোরআনের বাণী বা সূরা ভুল পড়েন। তিনি সূরা শুদ্ধ উচ্চারণ করতে পারে না। এমনকি সূরা ভুল ব্যাখ্যা করে ভক্তদের গানের মাধ্যমে তর্জমা করে থাকেন। তিনি নিজে পীর সেজে ভক্তদের ভুল পথে নিচ্ছেন। এমন অভিযোগ করেন ধর্মপ্রাণ বিক্ষোভকারীরা।
এদিকে আল্লাহ ও ইসলাম নিয়ে কুটক্তি করা নিয়ে কয়েকদিন ধরেই ধর্মপাণ মুসল্লিদের মধ্যে আলোচনার ঝড় ওঠে। ধর্মপাণ মুসল্লিরা তাকে গ্রেপ্তারের দাবিতেও বিক্ষোভ করেন। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসলে তাকে বৃহস্পতিবার ভোর রাতে মাদারীপুর এক গানের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
সকালে আবুল সরকারকে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে উঠালে ধর্মপাণ মুসল্লিরা তার সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালত চত্ত্বরে মানববন্ধ ও বিক্ষোভ মিছিল করেন।
মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, এ ঘটনায় বাউল আবুল সরকারের বিরুদ্ধে ইসলাম অবমাননা করার অভিয়োগে তার বিরুদ্ধে ঘিওর থানায় একটি মামলা হয়। পরে বৃহস্পতিবার ভোরে মাদারিপুর জেলা থেকে আটক করে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার ৩টা ৪০ মিনিটি পর্যন্ত ওই মামলায় তাকে আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।