ঢাকায় ঈশ্বরদীর_উন্নয়নে দুই সচিবের সঙ্গে জামায়াত নেতা তালেব মন্ডলের সাক্ষাৎ।।
ঈশ্বরদীতে ফ্লাইওভার ও স্টেশন আধুনিকায়নের দাবি
স্টাফ রিপোর্টার।।
ঈশ্বরদী রেলগেটে ফ্লাইওভার নির্মাণ ও ঈশ্বরদী জংশন স্টেশন আধুনিকায়নের দাবি জানিয়ে দুই সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
আজ রোববার (১৩ জুলাই) সকালে ঢাকায় রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি রেল সচিব মো. ফাহিমুল ইসলাম এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হককে লিখিত আবেদনও জমা দেন।
এ সময় তিনি ঈশ্বরদী থেকে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ পুনরায় চালু ও পাবনা থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ‘পাবনা এক্সপ্রেস’ ট্রেন চালুর দাবিও জানান।
জানা গেছে, সাক্ষাৎকালে দুই সচিবের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। সড়ক পরিবহন ও সেতু সচিব বলেন, ‘ফ্লাইওভার নির্মাণের বিষয়টি জনগুরুত্বপূর্ণ, রেললাইনের উপর দিয়ে ফ্লাইওভার করতে গেলে রেল মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। অনুমোদন পাওয়া গেলে আমরা আমাদের কাজ শুরু করব। এলাকা পরিদর্শনে দ্রুত একটি টিম পাঠানো হবে। পরিদর্শনের ভিত্তিতে সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রেল সচিব মো. ফাহিমুল ইসলাম ঈশ্বরদী জংশন স্টেশন আধুনিকায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
অধ্যাপক আবু তালেব মন্ডল সাক্ষাৎকালে ঈশ্বরদী রেলগেটের উপর ফ্লাইওভার নির্মাণ এবং ঈশ্বরদী জংশন স্টেশন রিমডেলিংয়ের (আধুনিকায়ন) প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, ‘ঈশ্বরদী জংশন স্টেশন দিয়ে প্রতিদিন প্রায় ২৮টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ইপিজেড, বিমানবন্দর, শিল্প কারখানাসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড এই স্টেশন ও রেলগেট এলাকার ওপর নির্ভরশীল। এই এলাকায় প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। রেলগেটের কারণে যানজটে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরি প্রয়োজনে গাড়ি পার হওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়।’
তিনি আরও বলেন, ‘ঈশ্বরদী এখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান হলেও দীর্ঘদিন ধরে ফ্লাইওভার নির্মাণের দাবি বাস্তবায়ন হয়নি। জনস্বার্থে ঈশ্বরদীতে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ করতে হবে। এটাই সময়ের দাবি।’
সাক্ষাৎকালে আবু তালেব মন্ডলের সঙ্গে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম ও সহসভাপতি মো. আমিরুল ইসলাম।