ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ।। ঈশ্বরদীর সুনামধন্য সাহিত্য সংস্কৃতি ও সেবা ধর্মী প্রতিষ্ঠান ডিডিপি’র নিয়মিত আয়োজন মাসিক কবি কন্ঠে কবিতা পাঠ ও বৈঠকী গানের আসর সুরের মেলা-৩৫২ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শক্রবার (২৬ সেপ্টেম্বর’২৫) সন্ধায় রেলওয়ে মালগুদাম রোডস্থ নিজস্ব কার্যালয়ে ডিডিপি’র চেয়ারম্যান, সাপ্তাহিক জংশন সম্পাদক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা’র সভাপতিত্বে ও ডিডিপি’র পরিচালক(সাহিত্য) কবি ওয়াজেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ’অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন
এসএসএই (ওয়ে) উৎপল মন্ডল, জাসাস উপজেলা সভাপতি নুর মোহাম্মদ বিশ্বাস,ডিডিপির পরিচালক(সংগীত) ও রূপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মাসুদ রানা, ডিডিপির সাহিত্য বিষয়ক পরিচালক কবি রমজান আলী,বিশ্ব আশেকান মঞ্জিল নূর নবী মওলা পুর দরবার শরীফের পীর কবি শাহ সূফী হাফিজুর রহমান হাফিজ, ডিডিপির সদস্য কবি মুনতাজ আলী, লুমিনাস গ্রুপের পাবনা জেলা উদ্যোক্তা ও টিএসএম জহুরুল ইসলাম জয়,রেলওয়ে শিল্পী গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন কবি ওয়াজেদ আলী, কবি রমজান আলী, কবি হাফিজুর রহমান হাফিজ, কবি মুনতাজ আলী, কবি সাইফুল ইসলাম, কবি শাওন কুমার গুপ্ত, কবি মুনমুন আক্তার, কবি এস এম রাজা।
সংগীত পরিবেশন করেন শিল্পী নূর মোহাম্মদ বিশ্বাস, লিটন বাউল, আব্দুর রহিম বকুল, আব্দুস সাত্তার, সুমাইয়া ইসলাম ও এস এম রাজা। আমন্ত্রিত সুধীজনদের কাছে
প্রানবন্ত অনুষ্ঠানটি প্রশংসিত হয়।