জুলাই বিপ্লব এর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জাকারিয়া পিন্টুর নির্দেশে বিএনপির বিশাল বিজয় মিছিলসহ কর্মসূচি পালিত
এস এম দীপ্ত।। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পাবনা-৪ আসনে সংসদ সদস্য পদ প্রার্থী বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর নির্দেশে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ৫ আগষ্ট’২৫ কেন্দ্র ঘোষিত দিনব্যাপী কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির মধ্যে ছিল সকালে রেলগেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিভিন্ন উপাশনালয়ে দোয়া মাহফীল ও বিকেলে বিশাল বিজয় মিছিল।
বিকেলে খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়।
পথসভায় বক্তৃতা করেন বিএনপি নেতা শামসুদ্দিন আহমেদ মালিথা, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা আহসান হাবিব, বিএনপি নেতা এস এম ফজলুর রহমান, হুমায়ুন কবির দুলাল, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মাহামুদুল হাসান সোনামণি, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম মামুনুর রশীদ নান্টু।
সঞ্চালনা করেন সাবেক যুগ্ম আহবায়ক শামসুদ্দোহা পিপ্পু।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, ইসলাম হোসেন জুয়েল, আজিজুর রহমান শাহিন প্রমুখ নেতৃবৃন্দ।